Redmi K80 ফোনের প্রথম ছবি ফাঁস, ক্যামেরা ডিজাইন ছাড়াও আর কি কি পরিবর্তন দেখা যাবে
Redmi K80 Images Leaked - ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) তে ফাঁস হওয়া ছবিটি প্রকাশ করে যে, রেডমি কে৮০ সিরিজের ডিজাইনে একটি বড় পরিবর্তন আনা হয়েছে।
সম্প্রতি শাওমি তাদের ফ্ল্যাগশিপ নম্বর সিরিজের অধীনে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোনগুলি চীনে লঞ্চ করেছে৷ শাওমির লঞ্চের সময়সূচী অনুসরণ করে, পরবর্তী ফ্ল্যাগশিপ মডেলটি হবে রেডমি সাব-ব্র্যান্ডের আসন্ন কে৮০ সিরিজের ডিভাইস। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, Redmi K80 এবং Redmi K80 Pro এমাসের শেষে চীনে আত্মপ্রকাশ করবে। শাওমির এক কর্মকর্তা একটি ছবিও শেয়ার করেছেন, যা ইঙ্গিত করছে যে কে৮০ সিরিজে একটি গোলাকার ক্যামেরা মডিউল থাকবে। আপকামিং এই সিরিজের ফোনের একটি নতুন ছবি এখন চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে, যা নতুন ডিজাইন তুলে ধরেছে।
ফাঁস হল রেডমি কে৮০ ফোনের লাইভ ইমেজ
ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) তে ফাঁস হওয়া ছবিটি প্রকাশ করে যে, রেডমি কে৮০ সিরিজের ডিজাইনে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। রিয়ার প্যানেলের ওপরের বাম কোণে নতুন বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে। ডিজাইনটি অনেকটা শাওমির সেলফি-ফোকাসড সিভি সিরিজের স্মার্টফোনের মতো।
ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, এর ক্যামেরা মডিউলে তিনটি লেন্স রয়েছে এবং এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা বিদ্যমান। রিয়ার প্যানেলের বাকি অংশের গ্লসি ফিনিশ গ্লাস ব্যাকের দিকে ইঙ্গিত করে। ডিভাইসের ডান প্রান্তে একটি ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, রেডমি কে৮০ সিরিজে অন্তত তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে, এগুলি হল রেডমি কে৮০ই,রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো। এই মডেলগুলি যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ (অঘোষিত), কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত হতে পারে৷
আরেকটি সূত্র প্রকাশ করেছে যে, রেডমি কে৮০ প্রো ফোনের পিছনের ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন লাইট ফিউশন ৯০০ প্রাইমারি ক্যামেরা, একটি ৩২ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেকেডি১ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২.৬এক্স অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা থাকবে। রেডমি কে৮০ প্রো মডেলে একটি ২০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি২০বি ফ্রন্ট ক্যামেরাও থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি কে৮০ প্রো ফোনে ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ প্রায় ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
স্ট্যান্ডার্ড রেডমি কে৮০ প্রো মডেলের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য উপলব্ধ নেই। তবে এর চার্জিং ক্ষমতা প্রো ভ্যারিয়েন্টের মতো হতে পারে। রেডমি কে৮০ ১.৫কে রেজোলিউশনের ওলেড (OLED) স্ক্রিন অফার করবে, যার মধ্যে একটি অপটিক্যাল-টাইপ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইন্টিগ্রেট করা হতে পারে। অপরদিকে, রেডমি কে৮০ প্রো ২কে ওলেড প্যানেলের সাথে আসতে পারে, যেটিতে একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে।
Redmi K80 Images Leaked - ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) তে ফাঁস হওয়া ছবিটি প্রকাশ করে যে, রেডমি কে৮০ সিরিজের ডিজাইনে একটি বড় পরিবর্তন আনা হয়েছে।