নভেম্বরে দুর্দান্ত স্মার্টফোন আনছে রেডমি, ব্যাটারি চার্জ হবে চোখের পলকে!
Redmi K80 Launch Date - ২৪১২২আরকেসি৭সি মডেল নম্বর সহ শাওমির একটি স্মার্টফোন ১২০ ওয়াট ফাস্ট চার্জার সহ চীনের ৩সি ডেটাবেসে দেখা গিয়েছে। আইএমইআই ডেটাবেসের লিস্টিং অনুযায়ী, এই মডেলটি রেডমি কে৮০ নামে লঞ্চ হবে।
Xiaomi 15 সিরিজ সদ্য চীনে লঞ্চ হয়েছে। এই সিরিজে স্ট্যান্ডার্ড ও প্রো মডেল এনেছে সংস্থা। Snapdragon 8 Elite চিপসেটের প্রথম স্মার্টফোন হিসাবে হাজির হয়েছে এগুলি। অন্য দিকে, শাওমির সাব-ব্র্যান্ড রেডমি নভেম্বরেই Redmi K80 সিরিজ লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। গত বছর Redmi K70, K70 Pro, এবং K70e নামে তিনটি মডেল এসেছিল। বিভিন্ন রিপোর্ট Redmi K80 ও K80 Pro সম্পর্কে তথ্য প্রকাশ করলেও, K80e মডেলটির লঞ্চ স্পষ্ট নয়। এদিকে Redmi K80 সিরিজের তিনটি ফোন চীনের 3C সার্টিফিকেশন পেয়েছে বলে খবর সামনে এসেছে।
Redmi K80 সিরিজ পেল 3C সার্টিফিকেশন
২৪১২২আরকেসি৭সি মডেল নম্বর সহ শাওমির একটি স্মার্টফোন ১২০ ওয়াট ফাস্ট চার্জার সহ চীনের ৩সি ডেটাবেসে দেখা গিয়েছে। আইএমইআই ডেটাবেসের লিস্টিং অনুযায়ী, এই মডেলটি রেডমি কে৮০ নামে লঞ্চ হবে। এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। আবার এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট ২৪১২২আরকেসি৭জি মডেল নম্বরের সঙ্গে আইএমইআই-তে তালিকাভুক্ত হয়েছে। এটি বিশ্ববাজারে পোকো এফ৭ আল্ট্রা নামে আসবে।
৩সি লিস্টিং অনুযায়ী, ২৪১২৭আরকে২সিসি মডেল নম্বরের আরও একটি ফোন ১২০ ওয়াট চার্জারের সঙ্গে আসছে। এই মডেলটি ইতিমধ্যেই রেডমি কে৮০ প্রো নামে আইএমইআই ডেটাবেসে লিস্টেড হয়েছে। তবে রেডমি কে৮০-এর মতো এটির কোনও গ্লোবাল ভ্যারিয়েন্ট নেই, ফলে শুধু চীনের মার্কেটেই এক্সক্লুসিভ থাকবে। উল্লেখ্য, রেডমি কে৭০ মডেলটিও চীনের বাইরে আসেনি।
এছাড়া, ৩সি লিস্টিংয়ে ২৪১১৭আরকে২সিসি মডেল নম্বরের রেডমির আরেকটি যে ফোন রয়েছে, সেটি ৯০ ওয়াট চার্জারের সঙ্গে আসবে। এটি কী নামে লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। তবে আইএমইআই ডেটাবেসে তালিকাভুক্ত এই ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্ট পোকো এস৭ প্রো নামে রিব্র্যান্ড করা হতে পারে।
Redmi K80 Launch Date - ২৪১২২আরকেসি৭সি মডেল নম্বর সহ শাওমির একটি স্মার্টফোন ১২০ ওয়াট ফাস্ট চার্জার সহ চীনের ৩সি ডেটাবেসে দেখা গিয়েছে। আইএমইআই ডেটাবেসের লিস্টিং অনুযায়ী, এই মডেলটি রেডমি কে৮০ নামে লঞ্চ হবে।