যেমন ব্যাটারি তেমন চার্জের স্পিড, পাওয়ার ফুরিয়ে যাওয়ার চিন্তার অবসান ঘটাবে Redmi

রেডমি তাদের পারফরম্যান্স কেন্দ্রিক K সিরিজের পরবর্তী ডিভাইসগুলি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এখন লঞ্চের আগে Redmi K80 Pro মডেলের কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে।

Redmi k80 pro improved display ultra Sonic fingerprint sensor tipped

শাওমি এবং রেডমি পরবর্তী প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত একাধিক ফোনে কাজ করছে বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে যে Xiaomi 15 এবং 15 Pro নতুন চিপসেটের সাথে আগামী অক্টোবরে আত্মপ্রকাশ করবে। Redmi K80 Proও উল্লিখিত চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এসপ্তাহের শুরুতে, এক সুপরিচিত টিপস্টার Redmi K80 Pro সম্পর্কে মূল স্পেসিফিকেশন ফাঁস করেছেন। এখন সোশ্যাল মিডিয়ায় ওই একই টিপস্টার ডিভাইসটির সম্পর্কে আরও কিছু তথ্য শেয়ার করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Redmi K80 Pro ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, রেডমি কে৮০ প্রো হ্যান্ডসেটে নতুন উচ্চ-ক্ষমতার ব্যাটারি সলিউশন থাকবে, যা ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। যদিও, আগের কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, আবার এও শোনা যাচ্ছে যে ফোনটি ৫,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। জানিয়ে রাখি, গত বছর আত্মপ্রকাশ করা রেডমি কে৭০ প্রো হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

টিপস্টার জানিয়েছেন যে, Redmi K80 Pro ফোনে হুয়াক্সিং-এর তৈরি অতি-উচ্চ ফ্রিকোয়েন্সির ডিসপ্লে থাকবে। জানিয়ে রাখি, হুয়াক্সিং হল চায়না স্টার অপ্টোইলেক্ট্রনিক্স টেকনোলজি (CSOT), যেটি চীন ভিত্তিক টিসিএল কর্পোরেশনের একটি বিভাগ। অতিরিক্ত স্থায়িত্বের জন্য বাইরের স্ক্রিন গ্লাসকে শক্তিশালী করা হয়েছে। এছাড়াও, ফোনটিতে একটি সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

আগের রিপোর্টগুলি দাবি করেছে যে, Redmi K80 Pro ফোনে ফ্ল্যাট ওলেড প্যানেল থাকবে, যা ২কে রেজোলিউশন অফার করবে। Qualcomm Snapdragon 8 Gen 4-চালিত ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সমন্বিত গোলাকার ক্যামেরা মডিউল থাকবে। ফোনটিতে একটি ধাতব মিড ফ্রেম এবং একটি গ্লাস ব্যাক থাকবে বলে আশা করা হচ্ছে। দেখা যাচ্ছে যে, Redmi K80 সিরিজ অক্টোবরের শেষের দিকে চীনে আত্মপ্রকাশ করবে এবং এর বিক্রি নভেম্বরে শুরু হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন