Redmi K80 Pro ফোনের দামে থাকবে চমক, লঞ্চের আগেই বার্তা রেডমি জেনারেলের
Redmi K80 Pro Price - আইকো ১৩ এর দাম শুরু হয়েছে ৩,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ৪৭,০০০ টাকা। এই দাম ডিভাইসটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।
চলতি মাসের শেষে লঞ্চ হতে পারে Redmi K80 সিরিজ। এই সিরিজের অধীনে বেস মডেল, প্রো মডেল ও নতুন Redmi K80e ফোন আসবে বলে গুঞ্জন রয়েছে। আজ এই সিরিজের বেস মডেলের ছবি ফাঁস হয়েছে। এখন আবার রেডমি ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার ওয়াং টেং থমাস একটি ব্রডকাস্টিং ইভেন্টে Redmi K80 Pro মডেলের প্রসেসর সহ দামের ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল যে, এই ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। ওয়াং টেং থমাসও ঘুরিয়ে জানিয়েছেন যে, আসন্ন এই প্রো মডেলে এর 'হলুদ' প্রতিদ্বন্দ্বী অর্থাৎ iQOO 13 ও 'লাল' প্রতিদ্বন্দ্বী অর্থাৎ OnePlus 13 ফোনে ব্যবহৃত একই প্রসেসর দেওয়া হবে। যদিও রেডমির স্মার্টফোনটির দাম থাকবে তুলনামূলকভাবে কম।
Redmi K80 Pro এর দাম (সম্ভাব্য)
উল্লেখ্য, আইকো ১৩ এর দাম শুরু হয়েছে ৩,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ৪৭,০০০ টাকা। এই দাম ডিভাইসটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এর থেকেও বেশি মূল্যে এসেছে ওয়ানপ্লাস ১৩। ফলে রেডমি কে৮০ প্রো এর দাম ৩,৯৯৯ ইউয়ানের কম থাকবে এটা নিশ্চিত।
উল্লেখ্য, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ এই মুহূর্তে সবচেয়ে সস্তা ফোন হল রিয়েলমি জিটি ৭ প্রো, যেটি ২৬ নভেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে। এর দাম শুরু হয়েছে ৩,৬৯৯ ইউয়ান, অর্থাৎ প্রায় ৪৩,০০০ টাকা থেকে। রেডমি কে৮০ প্রো এত কমে লঞ্চ হবে কিনা তা সময় বলবে। জানিয়ে রাখি, রেডমি কে৭০ প্রো এর প্রারম্ভিক ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল ৩,২৯৯ ইউয়ান।
Redmi K80E ফোন লঞ্চ হবে না
জেনারেল ম্যানেজার নিশ্চিত করেছেন যে, তারা আসন্ন সিরিজের অধীনে দুটি ফোন আনার পরিকল্পনা নিয়েছে। ফলে রেডমি কে৮০ ও রেডমি কে৮০ প্রো লঞ্চ হবে। সংস্থার কোনো ইচ্ছা নেই রেডমি কে৭০ই এর উত্তরসূরি আনার। কারণ সেখানে আলাদা স্পেসিফিকেশন অফার করা রেডমির পক্ষে কঠিন হয়ে যায়।
Redmi K80 ও Redmi K80 Pro এর স্পেসিফিকেশন
বিভিন্ন রিপোর্ট মারফত জানা গেছে, রেডমি কে৮০ স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি দেওয়া হবে। অন্যদিকে রেডমি কে৮০ প্রো মডেলে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা। স্মার্টফোন দুটিতে ৬.৬৭ ইঞ্চি ২কে ১২০ হার্টজ ফ্লাট স্ক্রিন পাওয়া যাবে। আর জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে থাকবে আইপি৬৮ রেটিং। রেডমি কে৮০ ও রেডমি কে৮০ প্রো ডিভাইসে সনি লাইট ফিউশন ৮০০ সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।
Redmi K80 Pro Price - আইকো ১৩ এর দাম শুরু হয়েছে ৩,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ৪৭,০০০ টাকা। এই দাম ডিভাইসটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।