তুখোড় পারফরম্যান্সে দেবে Redmi K80 Pro, লঞ্চের আগে উপস্থিত হল Geekbench প্ল্যাটফর্মে

Redmi K80 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। এখন এই লাইনআপের প্রো মডেলটি Geekbench 6 এবং 3DMark বেঞ্চমার্ক ডেটাবেসে উপস্থিত হয়েছে

Ananya Sarkar 25 Nov 2024 1:25 PM IST

কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সাথে Xiaomi 15 লঞ্চের পরে, সংস্থাটির সাব ব্র্যান্ড এই অত্যাধুনিক চিপসেটের সাথে Redmi K80 Pro ফোনটি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসটিকে বিশ্ব বাজারে Poco F7 Ultra নামেও আসবে আশা করা হচ্ছে। ডিভাইসটি সম্প্রতি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ৩১,৯৪,৭৬৬ পয়েন্ট স্কোর করেছে বলে নিশ্চিত করা হয়েছে। আজ আবার রেডমি কে৮০ প্রো মডলটিকে গিকবেঞ্চ ৬ (Geekbench 6) এর পাশাপাশি ৩ডিমার্ক (3DMark) বেঞ্চমার্কেও দেখা গেছে।

Redmi K80 Pro কে দেখা গেল গিকবেঞ্চ ৬ এবং ৩ডিমার্ক প্ল্যাটফর্মে

রেডমি কে৮০ প্রো ফোনটি গিকবেঞ্চ ৬ প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর টেস্টে ৩,০৫০ পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় ৯,২১৬ পয়েন্ট অর্জন করেছে, যা এটিকে শীর্ষ-কর্মক্ষমতা সম্পন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির মধ্যে জায়গা করে দিয়েছে। এদিকে ৩ডিমার্ক-এর স্টিল নোম্যাড লাইটে এটি ২,৪৪১ পয়েন্ট স্কোর অর্জন করেছে, যা গ্রাফিক্স পাওয়ার হাউস হিসেবে এর অবস্থানকে আরও দৃঢ় করেছে।

আসন্ন রেডমি ফোনটির রিয়েল-ওয়ার্ল্ড গেমিং পারফরম্যান্সও সমানভাবে চিত্তাকর্ষক। কে৮০ প্রো জেনশিন ইম্প্যাক্ট (Genshin Impact), হঙ্কাই: স্টার ট্রেইল (Honkai: Star Trail) এবং অনার অফ কিংস (Honor of Kings)-এর মতো জনপ্রিয় গেমে সঠিক পাওয়ার ব্যবহার বজায় রেখে এবং উল্লেখযোগ্য ফ্রেম রেট ড্রপ এড়িয়ে পিক এফপিএস (fps) প্রদান করে। এই পারফরম্যান্স ডেভ২ডি-এর সাম্প্রতিক রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, যারা ওয়ানপ্লাস ১৩ এবং আসুস আরওজি ফোন ৯ প্রো এর মতো ফ্ল্যাগশিপ ফোনকে পরীক্ষা করে এটি প্রকাশ করেছে যে ডিভাইসগুলি জেনশিন ইমপ্যাক্টের সর্বোচ্চ সেটিংসে মসৃণ, থ্রটল-ফ্রি গেমপ্লে বজায় রাখে।

এর আগে জানা গিয়েছিল যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপের সাথে ডি১ চিপ এবং গেমিং ইঞ্জিন ৪.০ যুক্ত হবে, যা ২কে সুপার-রেজোলিউশন এবং ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে গেমিং এনেবল করবে৷ ডিভাইসটিতে সিএসওটি ২কে এম৯ (CSOT 2K M9) ফ্ল্যাট স্ক্রিন থাকবে, যা ১,৮০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা, ২০.৩% কম পাওয়ার খরচ, হার্ডওয়্যার-লেভেল ডিসি ডিমিং, সার্কুলার পোলারাইজেশন এবং চোখের চাপ কমানোর জন্য এওএন ইন্টেলিজেন্ট আই প্রোটেকশন সিস্টেম প্রদান করবে।

রেডমি কে৮০ প্রো ফোনটি একটি লাইট মিস্ট-ওয়ার্ক ইন্টিগ্রেশন প্রক্রিয়া, আল্ট্রা-স্লিম ১.৯ মিলিমিটারের বটম বেজেল এবং ৫০:৫০ গোল্ডেন ওয়েট ডিস্ট্রিবিউশন সহ একটি পরিমার্জিত ডিজাইন অফার করে। এটি একটি সিমলেস টপ ডিজাইন এবং শাওমির ড্রাগন ক্রিস্টাল গ্লাস ২.০ সহ রেডমির প্রথম ডিভাইস হতে চলেছে, যা ভেজা-হাত চেনার জন্য একটি উন্নত আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসবে। এছাড়াও, রেডমি কে৮০ সিরিজ আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স অফার করবে।

Show Full Article
Next Story