প্রসেসর থেকে শুরু করে ক্যামেরা, অবিশ্বাস্য ফিচার্স দেখতে পাবেন Redmi K80 সিরিজে

রেডমির পারফরম্যান্স কেন্দ্রিক K সিরিজের অধীনে Redmi K80 এবং Redmi K80 Pro স্মার্টফোনগুলি এবছরের নভেম্বরে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যা দেশের বাইরের…

Redmi K80 Series Camera Chipset Details Revealed Before Launch

রেডমির পারফরম্যান্স কেন্দ্রিক K সিরিজের অধীনে Redmi K80 এবং Redmi K80 Pro স্মার্টফোনগুলি এবছরের নভেম্বরে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যা দেশের বাইরের বাজারে Poco F7 এবং Poco F7 Pro হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে। এই ফোনগুলি ইতিমধ্যেই রেডিও সার্টিফিকেশন পেয়েছে। আর এখন একটি সূত্র মারফৎ Redmi K80 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সামনে এল Redmi K80 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন

রেডমি কে৮০ সিরিজের দুটি ফোনেই তিনটি ক্যামেরা থাকবে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের। সূত্র অনুসারে, স্ট্যান্ডার্ড রেডমি কে৮০ মডেলে একটি টেলিফটো ক্যামেরা থাকবে, আর প্রো সংস্করণের ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সে পূর্বসূরি রেডমি কে৭০ প্রো-এর ২x জুম থেকে আপগ্রেড করা ৩x জুম থাকবে। এছাড়াও, উভয় ফোনেই আইপি৬৯ (IP69) ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং থাকবে।

যদিও, আগে স্ট্যান্ডার্ড এবং প্রো উভয় মডেলই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছিল, তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে রেডমি কে৮০ প্রো আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপ ব্যবহার করবে। এটি সত্য হলে, রেডমি কে৮০ প্রো সম্ভবত সিপিইউ (CPU), জিপিইউ (GPU) এবং এআই (AI) পারফরম্যান্সে একটি বড় উন্নতি অফার করবে। প্রসঙ্গত, গত বছরের স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলগুলি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপগুলিতে চলে।

এদিকে, সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি পোস্টে দাবি করেছেন যে, কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেটের দাম ১৯০ ডলার (প্রায় ১৬,০০০ টাকা) হবে, যা Qualcomm Snapdragon 8 Gen 3 এর থেকে প্রায় ২০% বেশি ব্যয়বহুল। যদিও এখনও আসন্ন ফোনগুলির মূল্য জানা যায়নি, তবে গত বছর চীনে লঞ্চ হওয়া Redmi K70 এবং Redmi K70 Pro মডেলের প্রারম্ভিক মূল্য যথাক্রমে ৩৫২ ডলার (প্রায় ২৯,৫০০ টাকা) এবং ৪৬৫ ডলার (প্রায় ৩৯,০০০ টাকা)-এর সমতুল্য। তাই নতুন ফোনের দাম বেশি হতে পারে।

আগের কিছু রিপোর্ট অনুসারে, Redmi K80 সিরিজে টিসিএল হুয়াক্সিন অপ্টোইলেকট্রনিক্স (TCL Huaxing Optoelectronics) দ্বারা নির্মিত ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ২কে ডিসপ্লে ব্যবহার করা হবে, যা একটি আপগ্রেড করা সি৯ (C9) ডিসপ্লে উপাদান ব্যবহার করে। Redmi K80 Pro ফোনে ৬,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বিশাল ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে, যা ২০২৪ সালের ফ্ল্যাগশিপ এবং পারফরম্যান্স-কেন্দ্রিক ডিভাইসগুলির জন্য একটি ট্রেন্ড বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, Redmi K70 সিরিজে অনেকটাই ছোট ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছিল।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন