80W ফাস্ট চার্জিং সহ শক্তিশালী 6,500mah ব্যাটারি, Red Magic 9 Pro সিরিজে বড় চমক

নুবিয়া (Nubia) তাদের নতুন ফ্ল্যাগশিপ গেমিং ফোন লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে...
Ananya Sarkar 17 Nov 2023 2:58 PM IST

নুবিয়া (Nubia) তাদের নতুন ফ্ল্যাগশিপ গেমিং ফোন লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, Red Magic 9 Pro সিরিজ চীনে আগামী ২৩ নভেম্বর লঞ্চ হবে। সংস্থাটি যথারীতি এই লাইনআপের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি টিজ করতে শুরু করেছে। আর এখন, কোম্পানির পক্ষ থেকে একটি প্রোমোশনাল পোস্টারে Red Magic 9 Pro-এর ব্যাটারি ক্ষমতা সহ গুরুত্বপূর্ণ ফিচারগুলি প্রকাশ করা হয়েছে৷

Red Magic 9 Pro-এর নতুন টিজার প্রকাশ

নুবিয়া জানিয়েছে যে, রেড ম্যাজিক ৯ প্রো-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বিশাল বড় ব্যাটারি থাকবে। তাছাড়া, ফোনটি ৮.৯ মিলিমিটার পাতলা এবং ওজন হবে প্রায় ২২৯ গ্রাম। কোম্পানির নতুন পোস্টারটি আপাতত এটুকু প্রকাশ করলেও, বিভিন্ন সূত্র মারফৎ রেডম্যাজিক ৯ প্রো গেমিং সিরিজটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে।

Red Magic 9 Pro সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রেডম্যাজিক ৯ প্রো সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহৃত হওয়ার বিষয়ে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। ডিভাইসটিতে ফুলএইচডি+ (২,৫৮০ × ১,১১৬ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এতে বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ দুই দিন এবং দুই রাতেরও বেশি ব্যাটারি লাইফ অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Red Magic 9 Pro-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের জিএন৫ প্রাইমারি সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের জেএন১ লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। আর ফোনের সামনে একটি আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা দেখা যাবে। তাছাড়া, এতে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট থাকবে।

উল্লেখ্য, আসন্ন Red Magic 9 Pro সিরিজটি ইন্ডাস্ট্রির প্রথম কাস্টম আরজিবি (RGB) ফ্যান লাইটিং এফেক্ট এবং সমস্ত অপারেশনের জন্য নতুন আরজিবি গেমিং শোল্ডার কী সহ একটি আরজিবি লাইট দ্বারা সজ্জিত হবে। শোনা যাচ্ছে, ফ্ল্যাগশিপ সিরিজটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে - ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট সিলভার উইংস, ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট ডার্ক নাইট এবং ডার্ক নাইট নাইট।

Show Full Article
Next Story