রেডমি কে৮০ সিরিজে থাকবে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন? বড় আপডেট সামনে এল
চলতি অক্টোবরের মাসের শুরুতে শোনা গিয়েছিল যে রেডমি একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে। আর এই ডিভাইসটি...চলতি অক্টোবরের মাসের শুরুতে শোনা গিয়েছিল যে রেডমি একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে। আর এই ডিভাইসটি রেডমি কে৮০ সিরিজের অধীনে আসবে। আর এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ বা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে। আর কম্প্যাক্ট ডিজাইন সহ আসা সত্ত্বেও এই রেডমি ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৩ ইঞ্চি ডিসপ্লে থাকবে।
তবে রেডমির তরফে এই ডিভাইস নিয়ে কখনও কিছু জানানো হয়নি। এমনকি কোনো আভাসও দেওয়া হয়নি। ফলে এমন ধরনের কোনো ফোন সত্যি আসবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল রেডমি ফ্যানদের মধ্যে। তবে আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছে না। কারণ প্রিমিয়াম সিরিজে ছোট ডিসপ্লের ডিভাইস আনতে আগ্রহী নয় রেডমি।
যদিও এই খবর স্মার্টফোন প্রেমীদের জন্য হতাশার। কারণ প্রিমিয়াম রেঞ্জে খুব বেশি কম্প্যাক্ট ডিজাইনের অ্যান্ড্রয়েড ফোন উপস্থিত নেই। উল্লেখ্য, সম্প্রতি ভিভো, এক্স২০০ প্রো মিনি নিয়ে এসেছে। সম্ভবত এই ফোনটি জনপ্রিয়তা পেলেই ব্র্যান্ডগুলি কম্প্যাক্ট ডিজাইন ফোন লঞ্চ করবে।
রেডমি কে৮০ সিরিজ স্পেসিফিকেশন
রিপোর্ট অনুযায়ী, রেডমি কে৮০ প্রো ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে। এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে রেডমি কে৮০ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ও ৬,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এদিকে, এই সিরিজে ৬.৬৭ ইঞ্চি ২কে ১২০ হার্টজ ডিসপ্লে ব্যবহার করা হবে।
ক্যামেরার কথা বললে, রেডমি কে৮০ লাইনআপে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এরমধ্যে বেস মডেলে একটি টেলিফটো লেন্স ও প্রো মডেলে ৩এক্স অপটিক্যাল সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর রেডমি কে৮০ ও কে৮০ প্রো ফোনে জল ও ধুলো প্রতিরোধী আইপি৬৯ রেটিং থাকবে।