Redmi Note 10 Pro ইউজারদের জন্য সুখবর, চলে এল Android 13 ভিত্তিক MIUI 14 আপডেট
২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল Redmi Note 10 সিরিজ। আলোচ্য লাইনআপের Redmi Note 10 Pro মডেলটি উন্নত ফিচার এবং...২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল Redmi Note 10 সিরিজ। আলোচ্য লাইনআপের Redmi Note 10 Pro মডেলটি উন্নত ফিচার এবং তুলনায় সাশ্রয়ী মূল্যের সাথে আসায় যথেষ্ট জনপ্রিয়তা পায়। যদিও ডিভাইসটি তৎকালীন সময়ে পুরোনো প্রজন্মের Android 11 অপারেটিং সিস্টেমের সাথে প্রি-লোডেড হয়ে এসেছিল। তবে লঞ্চের কিছু সময়ের মধ্যেই ফোনটির জন্য প্রথম বড় সফ্টওয়্যার আপডেট অর্থাৎ Android 12 রোলআউট করা হয়৷ আর আজ অর্থাৎ ৮ই মার্চ Redmi Note 10 Pro ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টটির জন্য দ্বিতীয় বড় আপডেট রিলিজ করার কথা ঘোষণা করলো ব্র্যান্ড। অর্থাৎ Redmi Note 10 Pro ডিভাইস মালিকেরা অবশেষে Android 13 ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিন ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন৷
প্রসঙ্গত, উক্ত রেডমি ফোনটির লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম ইউজার ইন্টারফেস আপডেটের বিল্ড নম্বর হল - V14.0.1.0.TKFMIXM। এই আপডেট পর্যায়ক্রমে রোলআউট করা হচ্ছে। তাই আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে ডিভাইসে আপডেট পাননি, তারা চিন্তিত হবেন না। Redmi Note 10 Pro ফোনের জন্য কাস্টম MIUI 14 রম আপডেটের সম্পূর্ণ চেঞ্জলগ নিয়ে নীচে আলোচনা করা হল -
Android 13 ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিনের চেঞ্জলগ
হাইলাইট (Highlights) -
• নতুন আপডেটের MIUI সংস্করণটি তুলনায় হালকা এবং কম ডিভাইস মেমরি ব্যবহার করে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে দ্রুত এবং প্রতিক্রিয়াশীল (রেস্পন্সিভ) পারফরম্যান্স প্রদানে সক্ষম।
পার্সোনালাইজেশন (Personalization)
• নতুন MIUI পার্সোনালাইজেশনের দিকে বিশেষ মনোযোগ দেবে, যার দরুন আরো উন্নত ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব হবে।
• MIUI 14 সুপার আইকন নামে একটি নয়া ফিচার সাপোর্ট করে, যা ডিভাইসের হোম স্ক্রিনকে একটা 'ফ্রেশ লুক' বা নতুন চেহারা দেবে৷ এক্ষেত্রে সুপার আইকনগুলি ব্যবহার করতে হলে হোম স্ক্রীন এবং থিমগুলিকে লেটেস্ট সংস্করণে আপডেট করতে হবে।
• হোম স্ক্রিন ফোল্ডারগুলি ইউজার দ্বারা সর্বাধিক ব্যবহৃত বা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলিকে বেশি করে হাইলাইট করবে, যাতে সেগুলিকে একবার মাত্র ট্যাপ করেই ওপেন করা যায়৷ আরো সোজা ভাষায় বললে, ইজি অ্যাক্সেস প্রদানের জন্য ডিভাইসের হোম স্ক্রিনে অ্যাপগুলি উপস্থিত থাকবে৷
নতুন ফিচার এবং উন্নতিকরণ (New features and improvements) :
• এই নতুন ওএস আপডেটে, সেটিংস বিকল্পের অধীনে সার্চ করার পদ্ধতি আরো উন্নত ও অ্যাডভান্স হয়েছে। ফলে দৃশ্যত সার্চ হিস্ট্রি এবং রেজাল্ট ক্যাটাগরি এখন অনেক বেশি আকর্ষণীয় দেখাবে।
সিস্টেম (System) -
• সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক স্থিতিশীল এমআইইউআই আপডেট।
• রেডমি নোট ১০ প্রো স্মার্টফোনটি ফেব্রুয়ারি ২০২৩ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট অফার করবে। যার দরুন ডিভাইসটি আরো উন্নত সিস্টেম নিরাপত্তা প্রদানে সক্ষম হবে।
Redmi Note 10 Pro -এর স্পেসিফিকেশন
রেডমি নোট ১০ প্রো ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রনো ৬১৮ জিপিইউ এবং অক্টা কোর স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর সমন্বিত থাকছে। উক্ত রেডমি ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২এক্স জুম সহ ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
সর্বোপরি, লঞ্চকালীন সময়ে Redmi Note 10 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ ওএসের সাথে প্রি-লোডেড হয়ে এসেছিল। তবে এখন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিন আপডেট পাওয়ার পর ডিভাইসটি পূর্বের তুলনায় অনেক দ্রুত, নির্ভরযোগ্য এবং প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে। সাথে নতুন ফিচার এবং পরিবর্তন লুকের সাথে ইউজার এক্সপিরিয়েন্সও অনেক উন্নত হবে।