একধাক্কায় অনেকটাই সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 11, এত কমে এই প্রথম
এইমুহুর্তে বিশ্বের সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম Xiaomi। আর আপনি যদি এই কোম্পানিটির বিশেষ ভক্ত হন এবং...এইমুহুর্তে বিশ্বের সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম Xiaomi। আর আপনি যদি এই কোম্পানিটির বিশেষ ভক্ত হন এবং হালফিলে সংস্থার কোনো দুর্দান্ত স্মার্টফোন বেশ সস্তায় কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে Xiaomi সম্প্রতি তাদের জনপ্রিয় হ্যান্ডসেট Redmi Note 11-এর দাম বেশ খানিকটা কমিয়েছে। উল্লেখ্য যে, কোম্পানিটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে বাজেট রেঞ্জে এই স্মার্টফোনটি লঞ্চ করেছিল। সেক্ষেত্রে সাশ্রয়ী মূল্যের এই হ্যান্ডসেটটির দাম আরও খানিকটা কমে যাওয়া যে নিঃসন্দেহে সংস্থার লয়্যাল কাস্টমারদের জন্য এক দারুণ সুসংবাদ, সেকথা বলাই বাহুল্য।
দাম কমলো Redmi Note 11 ফোনের
আপনাদেরকে জানিয়ে রাখি, রেডমি নোট ১১-এর তিনটি ভ্যারিয়েন্ট মার্কেটে উপলব্ধ - ৪ জিবি + ৬৪ জিবি, ৬ জিবি + ৬৪ জিবি, এবং ৬ জিবি + ১২৮ জিবি, এবং তিনটি মডেলেরই দাম হালফিলে ২,০০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে বলে সংস্থার তরফে জানা গিয়েছে। কোম্পানির ওয়েবসাইট ভিজিট করলে ইউজাররা ফোনগুলির নতুন দাম দেখতে পাবেন। চলুন, রেডমি নোট ১১-এর উক্ত তিনটি ভ্যারিয়েন্ট কিনতে হলে ক্রেতাদেরকে এখন কত টাকা খসাতে হবে, সে সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। পাশাপাশি ফোনগুলির ফিচার এবং স্পেসিফিকেশনের ওপরেও একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।
Redmi Note 11-এর তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম
আগেই বলেছি যে, রেডমি নোট ১১ তিনটি ভ্যারিয়েন্টে মার্কেটে উপলব্ধ - ৪ জিবি + ৬৪ জিবি, ৬ জিবি + ৬৪ জিবি, এবং ৬ জিবি + ১২৮ জিবি। মডেল তিনটির দাম যথাক্রমে ১৩,৪৯৯ টাকা, ১৪,৪৯৯ টাকা, এবং ১৫,৯৯৯ টাকা। তবে সম্প্রতি জানা গিয়েছে যে, হ্যান্ডসেটটির ৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫০০ টাকা কমানো হয়েছে, যার ফলে এখন এটি কিনতে গেলে ক্রেতাদের ১২,৯৯৯ টাকা খসাতে হবে। অন্যদিকে, ফোনটির ৬ জিবি র্যামযুক্ত মডেলগুলির দাম ১,০০০ টাকা কমেছে, যার ফলে এখন ৬ জিবি + ৬৪ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ মডেল দুটি কিনতে হলে খরচ পড়বে যথাক্রমে ১৩,৪৯৯ টাকা এবং ১৪,৯৯৯ টাকা। প্রসঙ্গত জানিয়ে রাখি, হরাইজন ব্লু, স্পেস ব্ল্যাক এবং স্টারবার্স্ট হোয়াইট কালার অপশনে স্মার্টফোনগুলি কেনা যাবে।
তবে এখানেই শেষ নয়, রেডমি নোট ১১ কেনার ক্ষেত্রে আরও বেশ কিছু আকর্ষণীয় অফারের সুবিধা দিচ্ছে শাওমি। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া, ইউজারদের জন্য ১৬,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও উপলব্ধ রয়েছে। তদুপরি, স্মার্টফোনগুলির সঙ্গে ২ মাসের ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium) মেম্বারশিপও সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ক্রেতারা।
Redmi Note 11-এর ফিচার এবং স্পেসিফিকেশন
রেডমি নোট ১১ ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। অ্যান্ড্রয়েড ১১ (Android 11) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই ডিভাইসটিতে ফাস্ট পারফরম্যান্সের জন্য অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ (Qualcomm Snapdragon 680) প্রসেসর ব্যবহার করা হয়েছে। আইপি৫৩ (IP53) রেটিংপ্রাপ্ত হওয়ায় ডিভাইসটি সম্পূর্ণভাবে জল এবং ধুলো প্রতিরোধী। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১১-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরার কথা বললে, হ্যান্ডসেটটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার দেখা মিলবে৷ Redmi Note 11-এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়াল সিম, ব্লুটুথ ৫.০, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ-সি পোর্ট।