Redmi Note 11 Pro 2023 কেনার জন্য মুখিয়ে আছেন? ভারতীয় ক্রেতাদের জন্য বড় আপডেট

গত মাস থেকেই জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড রেডমি-এর আসন্ন Redmi Note 11 Pro 2023 হ্যান্ডসেটটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়েছে। ডিভাইসটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটের…

গত মাস থেকেই জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড রেডমি-এর আসন্ন Redmi Note 11 Pro 2023 হ্যান্ডসেটটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়েছে। ডিভাইসটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদনও লাভ করেছে, যা ইঙ্গিত করে যে, এর লঞ্চ আসন্ন৷ আশা করা হচ্ছে, এটি একাধিক দেশের বাজারে আত্মপ্রকাশ করবে। তবে এখন এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছেন যে, নতুন Redmi Note 11 Pro 2023 ফোনটির থেকে ভারতীয় গ্রাহকরা বঞ্চিত হবেন। কেননা, এদেশের বাজারে এই হ্যান্ডসেটটি লঞ্চ না হওয়ার সম্ভাবনাই বেশি। চলুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Redmi Note 11 Pro 2023 আসবে না ভারতীয় বাজারে

টিপস্টার পারস গুগলানি তার সাম্প্রতিক টুইটে জানিয়েছেন যে, নয়া রেডমি নোট ১১ প্রো ২০২৩-এর প্রধান লক্ষ্য হবে গ্লোবাল মার্কেট। যদিও, ভারত রেডমি ফোনের জন্য একটি প্রধান বাজার, তবে ডিভাইসটি এদেশে মুক্তি পাবে না বলেই দাবি করেছেন টিপস্টার।

প্রসঙ্গত এর আগে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে, রেডমি নোট ১১ প্রো ২০২৩-এর মডেল নম্বর হল 2209116AG। ডিভাইসটি ইসিসি (ECC) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদিত হয়েছে। এছাড়াও, এটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসেও উপস্থিত হয়েছে। ডিভাইসটি সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করার কথা থাকলেও, এটি এখনও বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি। তবে, নোট ১১প্রো ২০২৩ চলতি মাসের প্রথম দিকেই বিশ্ব বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, Redmi Note 11 Pro 2023 মডেলটি গত বছর লঞ্চ হওয়া Redmi Note 10 Pro-এর থেকে খুব বেশি আলাদা হবে না। Note 10 Pro-তে ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট দ্বারা চালিত। এতে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যায়।

আবার ফটোগ্রাফির জন্য, Redmi Note 10 Pro-এর রিয়ার শেলটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত কোয়াড-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। তবে ফোনটির ভারতীয় সংস্করণে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পরিবর্তে একটি ৬৪ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 10 Pro-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া, নিরাপত্তার জন্য এই রেডমি ফোনে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে।