Redmi Note 11 Pro 2023 রিফ্রেশ ফিচার সহ শীঘ্রই বাজারে আসছে, পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন

শাওমির জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি শীঘ্রই বিশ্ববাজারে Redmi Note 11 Pro-এর একটি নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করতে চলেছে।...
Anwesha Nandi 23 Sept 2022 2:27 PM IST

শাওমির জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি শীঘ্রই বিশ্ববাজারে Redmi Note 11 Pro-এর একটি নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করতে চলেছে। চলতি বছরের শুরুতে ভারতের বাজারে Redmi Note 11 Pro লাইনআপে অন্তর্ভুক্ত Redmi Note 11 Pro এবং Note 11 Pro+ 5G হ্যান্ডসেট দুটি আত্মপ্রকাশ করেছিল। বর্তমানে শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি শীঘ্রই এই সিরিজের অধীনে একটি রিফ্রেশড মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে, যা Redmi Note 11 Pro 2023 নামে বাজারে পা রাখবে। আর এখন, এই আসন্ন হ্যান্ডসেটটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) এবং ইউরোপের ইইসি (EEC)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটগুলিতে খুঁজে পাওয়া গেছে। চলুন এই সার্টিফিকেশনগুলি থেকে নতুন Redmi Note 11 Pro 2023 সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Redmi Note 11 Pro 2023 পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, 2209116AG মডেল নম্বর সহ একটি রেডমি স্মার্টফোনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর ডেটাবেসে দেখা গেছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, নয়া হ্যান্ডসেটটির নাম Redmi Note 11 Pro 2023। এছাড়াও, এফসিসি-এর তালিকায় উল্লেখ করা হয়েছে যে, এই রেডমি ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে শাওমিইউআই (XiaomiUI) প্রকাশনাটি আইএমইআই (IMEI) ডেটাবেসেও Redmi 2209116AG মডেলটিকে স্পট করেছিল। এই সাইটের তালিকাটি অবশ্য হ্যান্ডসেট সম্পর্কিত কোনো বিবরণ প্রকাশ করেনি। তবে, রিপোর্টে অনুমান করা হয়েছিল যে, নতুন রেডমি নোট ১১ প্রো ২০২৩ মডেলটি গতবছরের রেডমি নোট ১০ প্রো-এর একটি রিব্যাজেড সংস্করণ হতে পারে।

আলোচ্য রিপোর্টে প্রকাশিত এই তথ্যটি যদি সত্য হয়, তাহলে Redmi Note 11 Pro 2023 গত বছর মার্চ মাস ভারতে লঞ্চ হওয়া Redmi Note 10 Pro-এর অনুরূপ স্পেসিফিকেশন অফার করবে। জানিয়ে রাখি, লঞ্চের সময় Note 10 Pro-এর ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ১৫,৯৯৯ টাকা। এতে ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ যুক্ত রয়েছে। ফটোগ্রাফির জন্য, Redmi Note 10 Pro-এ ৬৪ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, এই রেডমি হ্যান্ডসেটে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০২০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, রেডমি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে Note 11 Pro 2023-এর সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি৷ তবে যেহেতু, এই হ্যান্ডসেটটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, তাই খুব শীঘ্রই এটি লঞ্চ হবে বলে আশা করা যায়৷

Show Full Article
Next Story