Redmi Note 11 সিরিজ এবার লঞ্চ হল আরও একটি মার্কেটে, কোথায় ও কত দামে জেনে নিন
চীনা ব্র্যান্ড রেডমি চলতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে Redmi Note 11 সিরিজটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। আর তারপর...চীনা ব্র্যান্ড রেডমি চলতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে Redmi Note 11 সিরিজটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। আর তারপর থেকেই সংস্থাটি বিভিন্ন দেশের মার্কেটে এই লাইনআপের স্মার্টফোনগুলি উন্মোচন করছে। ভারতের পর এবার ইন্দোনেশিয়ার বাজারেও পা রাখলো রেডমির এই সিরিজটি। গতকাল (১৫ ফেব্রুয়ারি) ইন্দোনেশীয় মার্কেটে আত্মপ্রকাশ করছে Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro 5G- এই তিনটি মডেল। এগুলি সেই একই ফোন, যা বিশ্ববাজারে উপলব্ধ রয়েছে। তাই এই হ্যান্ডসেটগুলিও কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য এনএফসি ফিচার সহ অভিন্ন স্পেসিফিকেশন সহ এসেছে।
ইন্দোনেশিয়ায় রেডমি নোট ১১ সিরিজের দাম ও লভ্যতা (Redmi Note 11 Series Price in Indonesia, Availability)
রেডমি নোট ১১ বেস মডেলটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ইন্দোনেশীয় বাজারে এসেছে। এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ২,৪৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ১৩,৩২৫ টাকা) এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৭৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ১৪,৯৩০ টাকা)
আবার, রেডমি নোট ১১ প্রো মডেলটিও দুটি মেমরি কনফিগারেশনে ইন্দোনেশিয়ার বাজারে উপলব্ধ। এর ৬ জিবি র্যাম + ১২৮ স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে ৩,৪৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ১৮,৬৫৫ টাকা) এবং ৩,৭৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ২০,২৫৫ টাকা) এছাড়া, রেডমি নোট ১১ প্রো ৫জি-এর একক ৮ জিবি র্যাম + ১২৮ স্টোরেজ মডেলের মূল্য ৪,১৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ২২,৪০০ টাকা)।
প্রসঙ্গত, Redmi Note 11 ইতিমধ্যেই ২১ মার্চ পর্যন্ত প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। প্রি-অর্ডার করলে ফোনটির সাথে Redmi Buds 3 Lite ট্রু ওয়্যারলেস ইয়ারফোনটি বিনামূল্যে পাওয়া যাবে, এমনকি কোনও দুর্ঘটনাজনিত কারণে ফোনের ডিসপ্লের ক্ষতি হলে এককালীন স্ক্রিন প্রতিস্থাপনের সুবিধাও বিনামূল্যে পাওয়া যাবে। অন্যদিকে, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro 5G মডেলগুলির প্রথম সেলের জন্য ৩০ মার্চ তারিখটি নির্ধারণ করেছে সংস্থা। উল্লেখযোগ্য বিষয় হল রেডমি ইন্দোনেশিয়ায় এই সিরিজে অন্তর্ভুক্ত Redmi Note 11S মডেলটি লঞ্চ করেনি। তবে এর পূর্বসূরি Redmi Note 10S ফোনটি যেহেতু গত বছর উন্মোচিত হয়েছিল, তাই এটি পরেও আত্মপ্রকাশ করতে পারে।
রেডমি নোট ১১ সিরিজের স্পেসিফিকেশন (Redmi Note 11 Series Specifications)
টপ-এন্ড রেডমি নোট ১১ প্রো ৫জি এবং রেডমি নোট ১১ প্রো উভয় ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট সর্বাধিক ৩৬০ হার্টজ৷ অন্যদিকে, রেডমি নোট ১১ বেস মডেলটি এসেছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডটডিসপ্লে সহ, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
পারফরম্যান্সের জন্য, Redmi Note 11 Pro 5G-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং Redmi Note 11 Pro মডেলে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর দেওয়া হয়েছে৷ অন্যদিকে, Redmi Note 11 মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত।
ক্যমেরার ক্ষেত্রে, ইন্দোনেশিয়া লঞ্চ হওয়া এই সিরিজের তিনটি মডেলেই রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। তারমধ্যে Redmi Note 11 Pro 5G এবং Redmi Note 11 Pro উভয় মডেলেই ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং এইচএম২ প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে৷ অন্যদিকে, Redmi Note 11 বেস মডেলে দেখতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। তবে তিন মডেলেই একই সেকেন্ডারি সেন্সর রয়েছে। এগুলি হল- ১১৮ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর৷
পাওয়ার ব্যাকআপের জন্য, তিনটি ফোনই ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। তবে Note 11 Pro হ্যান্ডসেটের ৪জি ও ৫জি মডেলগুলি ৬৭ ওয়াট টার্বোচার্জিং সহ বাজারে এসেছে, যা মাত্র ১৫ মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত চার্জ সম্পূর্ণ করবে বলে দাবি করেছে সংস্থা। তবে Redmi Note 11-এ রয়েছে ৩৩ ওয়াট প্রো ফাস্ট চার্জিং এবং এটি মাত্র এক ঘন্টার মধ্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ সম্পূর্ন করতে পারে। এছাড়া, Redmi Note 11 সিরিজের ফোনগুলির ওপরে এবং নীচে ডুয়েল সুপার লিনিয়ার স্পিকার পাওয়া যাবে। এগুলি গেমিং বা ভিডিও স্ট্রিমিংয়ের সময় ইমারসিভ স্টেরিও সাউন্ড সহ একটি সম্পূর্ণ বিনোদনের অভিজ্ঞতা প্রদান করবে।