নজরকাড়া বৈশিষ্ট্যে বাজার মাতাতে আসছে Redmi Note 12 4G, স্পেসিফিকেশন জেনে নিন

গত অক্টোবর মাস থেকে Redmi Note 12 সিরিজের অধীনে একাধিক ৫জি স্মার্টফোন লঞ্চ করার পর, রেডমি এখন এই লাইনআপে একটি ৪জি মডেল...
Ananya Sarkar 10 March 2023 2:05 PM IST

গত অক্টোবর মাস থেকে Redmi Note 12 সিরিজের অধীনে একাধিক ৫জি স্মার্টফোন লঞ্চ করার পর, রেডমি এখন এই লাইনআপে একটি ৪জি মডেল সংযোজন করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এটি Redmi Note 12 4G নামে বাজারে আত্মপ্রকাশ করতে চলছে। Note সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের এই ৪জি সংস্করণটিকে ইতিমধ্যেই বেশ কয়েকটি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে৷ বিভিন্ন সাম্প্রতিক রিপোর্টে Note 12 4G-এর মূল স্পেসিফিকেশন এবং ফিচারগুলিও ফাঁস করা হয়েছে। আর এখন, এই আপকামিং হ্যান্ডসেটটি তার পারফরম্যান্স প্রদর্শন করে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই সদ্য প্রকাশিত বেঞ্চমার্ক তালিকা থেকে Redmi Note 12 4G সম্পর্কে কি কি তথ্য সামনে এল।

Redmi Note 12 4G-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

Xiaomi 23028RA60L মডেল নম্বর সহ রেডমি নোট ১২ ৪জি ফোনটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, গিকবেঞ্চ (Geekbench)-এ তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা অনুসারে, রেডমির এই ৪জি হ্যান্ডসেটটি একটি অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে যার বেস ফ্রিকোয়েন্সি ১.৯০ গিগাহার্টজ এবং সর্বোচ্চ ক্লক স্পিড ২.৮০ গিগাহার্টজ। এছাড়াও, প্রসেসরটির সাথে গ্রাফিক্সের জন্য একটি অ্যাড্রেনো ৬১০ (Adreno 610) জিপিইউ যুক্ত থাকবে। তালিকায় উল্লেখিত এই তথ্যগুলি নির্দেশ করে যে, রেডমি নোট ১২ ৪জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত হবে।

এছাড়াও, গিকবেঞ্চ লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে যে ডিভাইসটিতে ৪ জিবি র‍্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে কাজ করবে। পারফরম্যান্সের ক্ষেত্রে, রেডমি নোট ১২ ৪জি গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ৪২২ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,২৫২ পয়েন্ট স্কোর করেছে।

Redmi Note 12 4G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Redmi Note 12 4G-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনটির ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল-কাট আউট অবস্থান করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত থাকবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে চলবে৷

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Note 12 4G-এর ট্রিপল ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবস্থান করবে। আর সেলফি তোলা ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 4G-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও, Redmi Note 12 4G-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, এনএফসি, ব্লুটুথ ৫.০ এবং আইপি৫৩ (IP53) রেটিং প্রাপ্ত চেসিস। সবশেষে, এই রেডমি স্মার্টফোনটির পরিমাপ ১৬৫.৬৬ x ৭৫.৯৬ x ৭.৮৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৮৩.৫ গ্রাম হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story