হাজার টাকা ছাড়, Redmi Note 12 4G প্রথম সেলেই নিজের করুন, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 12 4G। আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর বারোটায়...গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 12 4G। আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর বারোটায় সংস্থার নিজস্ব mi.com, Mi Homes ও ই-কমার্স সাইট Flipkart থেকে এটি কেনা যাবে। সেল অফার হিসেবে ক্রেতারা ব্যাংক অফারের লাভ ওঠাতে পারবেন। Redmi Note 12 4G ফোনের কথা বললে, এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
রেডমি নোট ১২ ৪জি এর দাম ও সেল অফার (Redmi Note 12 4G Price, Sale Offers)
রেডমি নোট ১২ ৪জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর ৬ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। ফোনটি তিনটি কালারে এসেছে - লুনার ব্ল্যাক, ফ্রস্টেড আইস ব্লু এবং সানরাইজ গোল্ড।
সেল অফারের কথা বললে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া ইএমআই ও এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।
Redmi Note 12 4G-এর স্পেসিফিকেশন ও ফিচার
Redmi Note 12 4G ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ১,২০০ নিট পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৫০ মেগাপিক্সেল Samsung JN1 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার।
পারফরম্যান্সের জন্য Redmi Note 12 4G ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
সিকিউরিটির জন্য Redmi Note 12 4G স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম স্লট, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক।