Redmi Note 12 4G এখন অনেক সস্তা, Redmi Note 13 লঞ্চের আগে 3000 টাকা দাম কমলো
আগামী ৪ঠা জানুয়ারি ভারতে Redmi Note 13 স্মার্টফোন সিরিজ লঞ্চ করার কথা সম্প্রতি নিশ্চিত করেছে Xiaomi ৷ জানা যাচ্ছে...আগামী ৪ঠা জানুয়ারি ভারতে Redmi Note 13 স্মার্টফোন সিরিজ লঞ্চ করার কথা সম্প্রতি নিশ্চিত করেছে Xiaomi ৷ জানা যাচ্ছে আলোচ্য লাইনআপের অধীনে মোট তিনটি ডিভাইস আসবে, যথা - Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G, এবং Redmi Note 13 Pro+ 5G৷ উক্ত হ্যান্ডসেটগুলি বিদ্যমান Redmi Note 12 লাইনআপের উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে৷ এক্ষেত্রে স্মার্টফোন ইন্ডাস্ট্রির প্রথা মেনে Xiaomi আজ নতুন স্মার্টফোন সিরিজ বাজারে পা রাখার আগেই পুরানো একটি মডেলের দাম কমানোর কথা ঘোষণা করল। আমরা কথা বলছি Redmi Note 12 4G মডেলের প্রসঙ্গে। এটি ভারতে ১৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এখন আপনারা এই মডেলটি ১২,০০০ টাকারও কমে কিনে নিতে পারবেন।
Redmi Note 12 4G স্মার্টফোনের ভারতীয় সংস্করণের দাম কমানো হল
শাওমি তাদের জনপ্রিয় রেডমি নোট ১২ ৪জি স্মার্টফোনের দাম ভারতে একধাক্কায় পুরো ৩,০০০ টাকা কমিয়ে দিয়েছে। যার দরুন এখন ডিভাইসটির ৬ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা থেকে কমে ১১,৯৯৯ টাকা হয়ে গেছে। অন্যদিকে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ১৩,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। জানিয়ে রাখি, এই উচ্চতর বিকল্পের আসল দাম ১৬,৯৯৯ টাকা।
আগ্রহীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমেও রেডমি নোট ১২ ৪জি ফোনটি হ্রাসপ্রাপ্ত মূল্যে কিনতে পারবেন। এক্ষেত্রে যারা ফ্লিপকার্ট থেকে নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনবেন, তারা ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ১,৫০০ টাকা ছাড় পেয়ে যাবেন।
এটি - লুনার ব্ল্যাক, সানরাইজ গোল্ড এবং আইস ব্লু কালারে পাওয়া যাচ্ছে।
চলুন এবার আলোচ্য ৪জি হ্যান্ডসেটের স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Redmi Note 12 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন
রেডমি নোট ১২ ৪জি স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৪,৫০০,০০০:১ কনট্রাস্ট রেশিও ও সর্বোচ্চ ১,২০০ নিট পিক ব্রাইটনেস লেভেল সমর্থন করে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর সহ এসেছে। এতে ৬ জিবি LPDDR4x র্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ বর্তমান। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন পাওয়া যাবে।
ফটো এবং ভিডিওগ্রাফির জন্য Redmi Note 12 4G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল Samsung JN1 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে ডিভাইসের সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ডুয়াল সিম স্লট, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকছে। এই রেডমি হ্যান্ডসেটে ৩৩ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।
Redmi Note 12 4G স্মার্টফোন কেনা কি লাভজনক হবে?
অতএব রেডমি নোট ১২ ৪জি ফোনে একাধিক ভ্যালু-ফর-মানি ফিচার বিদ্যমান। তার উপর সংস্থার তরফ থেকে হালফিলে ডিভাইসটির দাম অনেকটাই কমানো হয়েছে। যার ফলে স্মার্টফোন ক্রেতাদের জন্য এই ডিল যথেষ্টই লোভনীয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই ফোনে একটা খামতি আছে, যা হল ৫জি কানেক্টিভিটির অনুপস্থিতি।
এক্ষেত্রে জানিয়ে রাখি, উল্লেখিত রেডমি হ্যান্ডসেটের প্রায় কাছাকাছি দামে Poco M6, Poco M6 Pro এবং Redmi 12C -এর মতো মডেলগুলি বাজারে বিদ্যমান রয়েছে যা ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে। যদিও এগুলির ডিসপ্লে ও চার্জিং ক্ষমতা রেডমি নোট ১২ ৪জি -এর তুলনায় কম উৎকর্ষ৷
তাই আপনারা যারা সাশ্রয়ী মূল্যে উন্নত ফিচারে ভরপুর একটি স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য রেডমি নোট ১২ ৪জি আদর্শ। তবে ৫জি নেটওয়ার্ক উপভোগ করতে চাইলে আপকামিং রেডমি নোট ১৩ ৫জি লঞ্চ হওয়া অবধি অপেক্ষা করার পরামর্শ দেব আমরা।