50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে Redmi Note 12 4G বাজার কাঁপাতে আসছে

Redmi Note 12 ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এবং মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। খুব কম দামেই 5G কানেক্টিভিটি...
techgup 12 March 2023 11:19 PM IST

Redmi Note 12 ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এবং মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। খুব কম দামেই 5G কানেক্টিভিটি অফার করে ফোনটি। তবে ক্রেতাদের থেকে ব্যাপক সাড়া পেয়ে এবার ফোনটির 4G ভার্সন নিয়ে আসছে রেডমি। যদিও Redmi Note 12 4G নিয়ে কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি এর স্পেসিফিকেশন ও ডিজাইন রেন্ডার সামনে এসেছে।

টিপস্টার সুধাংশু আম্বোরে টুইটারে Redmi Note 12 4G ফোনের রেন্ডার পোস্ট করেছেন। এই রেন্ডারগুলি থেকে স্পষ্ট যে, আসন্ন ফোনটির ডিজাইন সিরিজের অন্যান্য মডেলের ন্যায় হবে। এতে ফ্লাট ব্যাক ডিজাইন দেখা যাবে। আবার ক্যামেরা আইল্যান্ডও একইরকম হবে। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে।

Redmi Note 12 4G Render Design Leaked live image

এছাড়া রেডমি নোট ১২ ৪জি এর সামনে পাঞ্চ হোল ডিজাইনের ডিসপ্লে থাকবে। আবার ডিসপ্লের চারপাশে হালকা বেজেল দেখা যাবে। ফোনটির দাম ১৫,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে।

এর আগে জানা গিয়েছিল যে, রেডমি নোট ১২ ৪জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ব্যবহার করা হবে। এটি ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ আসবে। সফটওয়্যার হিসেবে এতে এমআইইউআই ১৪ কাস্টম স্কিন থাকবে। ফোনটিতে থাকবে ১২০ হার্টজ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Show Full Article
Next Story