ফ্লিপকার্ট ও অ্যামাজনের দুর্ধর্ষ অফার, Redmi Note 12 5G সবচেয়ে কম দামে কেনার সুযোগ

আসন্ন উৎসবের মরশুম উপলক্ষে ফ্লিপকার্টের বিগ বিলিয়নস ডে সেল (Big Billion Days Sale) এবং অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale) আগামী…

আসন্ন উৎসবের মরশুম উপলক্ষে ফ্লিপকার্টের বিগ বিলিয়নস ডে সেল (Big Billion Days Sale) এবং অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale) আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে। এটি স্মার্টফোন, ট্যাবলেট, পার্সোনাল কম্পিউটার ইত্যাদির মতো ইলেকট্রনিক ডিভাইস সহ বিভিন্ন প্রোডাক্টের ওপর ব্যাপক ডিসকাউন্ট এবং সেরা ডিল অফার করবে বলে আশা করা হচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্মগুলি কিছু প্রোডাক্টের ওপর পেতে চলা ছাড় ইতিমধ্যেই শেয়ার করতে শুরু করেছে। গত আগস্টে ভারতে লঞ্চ হওয়া Redmi Note 12 5G হল সেই ফোনগুলির মধ্যে একটি, যা অ্যামাজন ও ফ্লিপকার্ট-এর সেলে আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। আসুন এই ফোনটির মূল্য, সেল অফার এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Redmi Note 12 5G-এর মূল্য এবং উপলব্ধতা

গত আগস্ট মাসে উন্মোচিত রেডমি নোট ১২ ৫জি ফোনটির ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের বর্তমানে দাম ১৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজন দ্বারা শেয়ার করা প্রোমোশনাল ইমেজ অনুসারে, এই ভ্যারিয়েন্টটি গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন মাত্র ১৩,৯৯৯ টাকার কার্যকরী মূল্যে কেনা যাবে৷ অন্যদিকে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে রেডমি নোট ১২-এর ৪জি সংস্করণটি ১,০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং অন্যান্য ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার সহ মাত্র ১০,৭৯৯ টাকায় মিলবে। রেডমি নোট ১২ ফ্রস্টেড গ্রিন, ম্যাট ব্ল্যাক এবং মিস্টিক ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে।

Redmi Note 12 5G-এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১২ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা সহ এসেছে৷ ডুয়েল ন্যানো সিম-সাপোর্টেড রেডমি নোট ১২ ৫জি-তে ৬ ন্যানো ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই চিপের সাথে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ, সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ ইনবিল্ট স্টোরেজ অফার করে। এটি অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 5G-তে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 5G-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর ধুলো এবং জল প্রতিরোধের জন্য, এক রেডমি ফোনটি আইপি৫৩ (IP53) রেটিং প্রাপ্ত চ্যাসিস অফার করে।