Redmi Note 12 5G কেনার কথা ভাবছেন? লোভনীয় অফারের ঘোষণা করল Amazon

আগামীকাল অর্থাৎ ৫ই জানুয়ারি Redmi Note 12 স্মার্টফোন সিরিজকে ভারতের বাজারে উন্মোচন করার প্রস্তুতিতে ব্যস্ত Xiaomi। এই...
SUMAN 4 Jan 2023 1:49 PM IST

আগামীকাল অর্থাৎ ৫ই জানুয়ারি Redmi Note 12 স্মার্টফোন সিরিজকে ভারতের বাজারে উন্মোচন করার প্রস্তুতিতে ব্যস্ত Xiaomi। এই আপকামিং লাইনআপটি কিছুটা বিশেষ, কারণ এই প্রথমবার সংস্থাটি কোনো Note-সিরিজের অধীনে শুধুমাত্র 5G-এনাবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এক্ষেত্রে উক্ত সিরিজের অধীনে মোট তিনটি ডিভাইস আত্মপ্রকাশ করবে, যথা - Redmi Note 12, Redmi Note 12 Pro, এবং Redmi Note 12 Pro Plus। তবে আনুষ্ঠানিক লঞ্চের একদিন আগেই অর্থাৎ আজ ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে, ভ্যানিলা মডেল Redmi Note 12 5G -এর রিয়ার ও ফ্রন্ট প্যানেলের ডিজাইন প্রকাশ্যে আনলো Xiaomi। একই সাথে উক্ত অনলাইন শপিং পোর্টালটি এই ফোনের জন্য আগাম একটি স্ট্রিক অফারও ঘোষণা করেছে।

Redmi Note 12 5G স্মার্টফোনের রিয়ার ও ফ্রন্ট প্যানেলের ডিজাইন ফাঁস করলো স্বয়ং সংস্থা

অনলাইন শপিং সাইট অ্যামাজন (Amazon) গতকালই রেডমি নোট ১২ ৫জি ফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রো সাইট লাইভ করেছে। আর আজ একটি টিজার পোস্টারের মাধ্যমে মডেলটির রিয়ার ও ফ্রন্ট প্যানেলের সম্পূর্ণ ডিজাইন প্রকাশ্যে আনা হয়েছে। টিজারে রেডমি নোট ১২ ফোনকে সবুজ রঙের বিকল্পে দেখানো হয়েছে। একই সাথে, ভারতীয় বাজারে আগত রেডমি নোট ১২ ৫জি ফোনের ক্যামেরা বিভাগ চীনা সংস্করণের তুলনায় কিছুটা আলাদা হবে বলেও নিশ্চিত করা হয়েছে। আরো বিশদে বললে, নোট ১২-সিরিজের এই রেগুলার মডেলের গ্লোবাল সংস্করণে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকছে। যেখানে কিনা ফোনটির চীনা মডেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হয়েছিল।

বিপরীতে, ফোনটির সামনে অর্থাৎ ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর একটি পাঞ্চ-হোল স্টাইলের নচ দেখা গেছে। ডিভাইসের ডান প্রান্তে উপস্থিত থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। আবার একদম নিচে একটি স্পিকার গ্রিল এবং ইউএসবি চার্জিং পোর্ট দেখতে পেয়েছি আমরা।

Redmi Note 12 5G

Redmi Note 12 5G স্মার্টফোনের খরিদ্দারদের জন্য Amazon নিয়ে এলো স্ট্রিক অফার

শাওমির সাথে অংশীদারিত্বে ই-কমার্স সাইট অ্যামাজন, রেডমি নোট ১২ ৫জি ফোনের জন্য একটি অফার লাইভ করেছে। যার দৌলতে, এই কনটেস্টে অংশগ্রহণকারীরা ৫,০০০ টাকার কেনাকাটায় ৫০০ টাকার ক্যাশব্যাক জিততে পারবেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, রেডমি নোট ১২ ৫জি মডেলটিকে অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে। আর, রেডমি নোট ১২ প্রো ৫জি স্মার্টফোনটি লঞ্চ পরবর্তী সময়ে ফ্লিপকার্টে (Flipkart) -এ পাওয়া যাবে। যাইহোক চলুন এবার রেডমি ১২ ৫জি ফোনের সাথে অ্যামাজন কিরূপ স্ট্রিক অফার দিচ্ছে এবং এর লাভ কিভাবে ওঠানো যাবে তা বিশদে জেনে জেনে নেওয়া যাক এবার।

Amazon -এ Redmi Note 12 5G স্মার্টফোনের স্ট্রিক অফার

অ্যামাজনে উপলব্ধ রেডমি নোট ১২ ৫জি ফোনের স্ট্রিক অফারের সাথে, আপনারা ৫,০০০ টাকার কেনাকাটা করার বিনিময়ে ৫০০ টাকার ক্যাশব্যাক ভাউচার জিতে নিতে পারবেন। এই ভাউচার জেতার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে :

১. প্রতিদিন রেডমি নোট ১২ ৫জি ফোনের স্ট্রিক পেজ ভিজিট করতে হবে। এই পেজে আপনারা নিজেদের প্রোগ্রেস দেখতে পারবেন।

২. একটানা ৫ দিনের জন্য প্রতিদিন একটি নতুন টাস্কে অংশগ্রহণ করতে হবে। এই টাস্ক, রেডমি নোট ১২ ৫জি ফোনের স্ট্রিক মাইক্রোসাইটে উল্লেখ করা থাকবে।

৩. ৫ দিন ব্যাপী এই টাস্ক সম্পূর্ণ করার পরে, আপনাদের ৫০০ টাকার একটি ক্যাশব্যাক কুপন দেওয়া হবে।

উল্লেখ্য, এই অফার আগামী ১০ই জানুয়ারী পর্যন্ত লাইভ থাকছে এবং এই সময়কালেই ৫টি টাস্ক সম্পন্ন করতে হবে আপনাদের।

Redmi Note 12 5G -এর স্পেসিফিকেশন

অ্যামাজন দ্বারা লাইভ করা ল্যান্ডিং পেজ অনুসারে, রেডমি নোট ১২ ৫জি ফোনের ভারতীয় সংস্করণটি সবুজ (গ্রীন) রঙের বিকল্পে আসবে। আর শাওমি ইন্ডিয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, তাদের এই নয়া স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরার পরিবর্তে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের হবে, যা মূল ডিভাইস অর্থাৎ রেডমি নোট ১২ ৫জি ফোনের চীনা ভ্যারিয়েন্টেও দেখা গেছে। যদিও বাকি দুটি ক্যামেরা সেন্সরের রেজোলিউশন সম্পর্কিত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি সংস্থাটি। তবে যেহেতু চীনা ভ্যারিয়েন্টে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর আছে, সেহেতু গ্লোবাল ভার্সনেও এটি বিদ্যমান থাকতে পারে। আর আমাদের অনুমান, গ্লোবাল ভ্যারিয়েন্টের তৃতীয় সেন্সরটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার হবে।

যাইহোক, ভারতে শীঘ্রই আসন্ন রেডমি নোট ১২ স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন চীনা সংস্করণের অনুরূপ হবে বলে আশা করা হচ্ছে। ফলে এই ফোনের গ্লোবাল ভার্সনটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে প্যানেল সহ আসতে পারে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 12 5G ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story