লঞ্চের আগে Redmi Note 12 এর ছবি ফাঁস, 5000mAh ব্যাটারি সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর

Redmi Note 12 5G এর পর Xiaomi এবার আনছে Redmi Note 12 4G। ইতিমধ্যেই ফোনটির ফিচার ও ডিজাইন রেন্ডার ফাঁস হয়েছে। এমনকি...
Julai Modal 13 March 2023 1:16 PM IST

Redmi Note 12 5G এর পর Xiaomi এবার আনছে Redmi Note 12 4G। ইতিমধ্যেই ফোনটির ফিচার ও ডিজাইন রেন্ডার ফাঁস হয়েছে। এমনকি কিছুদিন আগে একে বেঞ্চমার্ক সাইট, গিকবেঞ্চে (Geekbench) দেখা গেছে। যদিও কোম্পানির তরফে এখনও Redmi Note 12 4G এর লঞ্চ নিয়ে কিছু জানানো হয়নি। তবে কিছুক্ষণ আগে ফোনটির কিছু হ্যান্ডস অন ইমেজ সামনে এসেছে।

এই ছবিগুলি দেখে পরিষ্কার যে, ফোনটির নাম রাখা হবে রেডমি নোট ১২। অর্থাৎ '৪জি' উল্লেখ থাকবে না। আর এর পিছনে তিনটি গোলাকার কাট আউটের মধ্যে ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়া সাথে থাকবে এলইডি ফ্ল্যাশ। আর ফোনের সামনে হালকা বেজেল সহ পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গেছে।

এছাড়া ছবিগুলি থেকে জানা গেছে যে, রেডমি নোট ১২ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর এর প্রাইমারি রিয়ার ক্যামেরার রেজোলিউশন থাকবে ৫০ মেগাপিক্সেল‌।

Redmi Note 12 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Redmi Note 12 ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটির অন্য দুটি রিয়ার ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এর অন্যান্য ফিচারের মধ্যে থাকবে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি, ওয়াই-ফাই ২.৪ গিগাহার্জ / ৫ গিগাহার্টজ, ব্লুটুথ ৫.০, আইপি৫৩ রেটিং এবং একটি মাইক্রোএসডি স্লট (১ সিম + ১ এসডি কার্ড স্লট)। Redmi Note 12 এর দাম রাখা হবে ১৫,০০০ টাকার কম।

Show Full Article
Next Story