হোলিতে অনেক সস্তায় বাড়ি আনুন Redmi Note 12 Pro 5G, 50MP ক্যামেরা সহ রয়েছে 5000mAh ব্যাটারি

Flipkart Big Savings Dhamal Sale : ভারতে 5G পরিষেবা চালু হওয়ার পর থেকেই এই নব্য প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত মোবাইল কেনার পরিমাণ অনেকগুন বেড়ে গেছে। আপনিও…

Flipkart Big Savings Dhamal Sale : ভারতে 5G পরিষেবা চালু হওয়ার পর থেকেই এই নব্য প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত মোবাইল কেনার পরিমাণ অনেকগুন বেড়ে গেছে। আপনিও যদি নিজের জন্য একটি 5G হ্যান্ডসেট কিনতে ইচ্ছুক থাকেন, তবে এটাই আদর্শ সময়! কেননা ই-কমার্স সাইট Flipkart আয়োজিত ‘Big Savings Dhamal’ সেলে গত ৫ই জানুয়ারি লঞ্চ হওয়া Redmi Note 12 Pro 5G স্মার্টফোনকে সস্তায় বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে আপনি ডিসকাউন্টের সুবিধা পাবেন না ঠিকই, কিন্তু প্রযোজ্য ব্যাঙ্ক কার্ড অফার, ইএমআই বিকল্প এবং এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে ফোনটিকে প্রায় ১৩,৮০০ টাকা পর্যন্ত সাশ্রয় করে অর্ধেক দামে বাড়ি নিয়ে আসতে পারবেন। তাই আপনি যদি এই ডিল সম্পর্কে জানতে আগ্রহী থাকেন, তবে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Flipkart থেকে সস্তায় কিনুন Redmi Note 12 Pro 5G

রেডমি নোট ১২ প্রো ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের আসল দাম ২৩,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট সেলের মাধ্যমে এটিকে একাধিক অফারের লাভ উঠিয়ে তুলনায় কম দামে কিনে নেওয়া যাবে। যেমন DBS ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করলে ১০% বা ৭৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া যাবে। আবার, IDBI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে মিলবে ১০% বা ৫০০ টাকা পর্যন্ত ছাড়।

অন্যদিকে, Flipkart Axis ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে হ্যান্ডসেটটি কিনলে ৫% ক্যাশব্যাক অফার করা হবে। SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে নন-ইএমআই ট্রানজ্যাকশন করলে পাওয়া যাবে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আবার যারা কিস্তিতে টাকা শোধ করতে ইচ্ছুক তারা এই ফোনটিকে মাসিক ৪,০০০ টাকা নো-কস্ট ইএমআই দিয়েও কিনে নিতে পারবেন। এছাড়া পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া ৫জি এনাবল Redmi Note 12 Pro স্মার্টফোনটি কিনলে ১২,৯৯৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে।

Redmi Note 12 Pro 5G -এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯০০ নিট পিক ব্রাইটনেস, DCI-P3 কালার গ্যামট, HRD10+,ডলবি ভিশন এবং ওয়াইডভাইন এল১ প্রযুক্তি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Redmi Note 12 Pro 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে রেডমি আনীত এই ৫জি হ্যান্ডসেটে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন