Redmi ফের দুর্দান্ত ফোন আনল, আছে 108MP ক্যামেরা, 67W চার্জিং, ও 5000mah ব্যাটারি
রেডমি (Redmi) তাদের জনপ্রিয় Note 12 সিরিজের অধীনে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Redmi Note 12 Pro (4G)।...রেডমি (Redmi) তাদের জনপ্রিয় Note 12 সিরিজের অধীনে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Redmi Note 12 Pro (4G)। এটি Note 12 লাইনআপের অষ্টম মডেল এবং দ্বিতীয় ফোর-জি হ্যান্ডসেট। জানিয়ে রাখি, Note 12 Pro আসলে ২০২১ সালের মার্চ মাসে লঞ্চ হওয়া Redmi Note 10 Pro Max-এরই রিব্র্যান্ডেড ভার্সন। এতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 732G প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি৷
Redmi Note 12 Pro স্পেসিফিকেশন এবং ফিচার
রেডমি নোট ১২ প্রো-এ ফুলএইচডি+ রেজোলিউশন, ৩৯৫ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১,১০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও এবং ডলবি ভিশন সাপোর্ট অফার করে। আর স্ক্রিনটির ওপরে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাট আউট অবস্থান করছে।
ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ, ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে।
ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 Pro-এর কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত রয়েছে। এটির সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত রয়েছে৷ সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 Pro-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটি ডলবি অ্যাটমোস সাপোর্ট সহ একটি স্টেরিও স্পিকার সেটআপ অফার করে এবং এতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। Note 12 Pro আইপি৫৩ (IP53) রেটিংয়ের সাথে এসেছে, যা এটিকে ধুলো এবং জল প্রতিরোধী করে তোলে।
ফোনটির ওজন ২০২ গ্রাম এবং এর পরিমাপ ১৬৪.২০ × ৭৬.১ × ৮.১২ মিলিমিটার। নিরাপত্তার জন্য, Note 12 Pro-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে এবং এটি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও অফার করে।
Redmi Note 12 Pro-এর মূল্য এবং লভ্যতা
ইউরোপের মার্কেটে Redmi Note 12 Pro-এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪৯.৯০ ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩১,৩২০ টাকা। স্মার্টফোনটি চারটি কালার অপশনে পাওয়া যাবে - ব্লু, গ্রে, পোলার হোয়াইট এবং আইস ব্লু। এটি জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশে কেনার জন্য উপলব্ধ৷ ফোনটি আর কোথায় কোথায় লঞ্চ হবে, সেসম্পর্কে এখনও কিছু জানা যায়নি।