Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+ ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

গত জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 12 সিরিজ। এই সিরিজের অধীনে অনেকগুলি ফোন এসেছে, এদের মধ্যে অন্যতম Redmi Note 12 Pro ও Redmi Note…

গত জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 12 সিরিজ। এই সিরিজের অধীনে অনেকগুলি ফোন এসেছে, এদের মধ্যে অন্যতম Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+। এই দুটি ফোন দুর্দান্ত হার্ডওয়্যার ও অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন সহ এসেছিল। এখন আবার Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+ লেটেস্ট MIUI 14 আপডেট পেল।

Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+ ফোনে এল নতুন আপডেট

এমআইইউআই ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, রেডমি নোট ১২ প্রো ও রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে কোম্পানির নতুন এমআইইউআই ১৪ আপডেট এসেছে। তবে এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক। অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৩ এর অনেক ফিচার ফোন দুটি পাবে না।

আমরা বুঝতে পারছিনা রেডমি কেন তাদের লেটেস্ট ফোনে পুরানো অ্যান্ড্রয়েড ১২ আপডেট রোল আউট করছে। কারণ ইতিমধ্যে কোম্পানির পুরানো Redmi Note 10 5G, Redmi Note 11 SE ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৩ কাস্টম স্কিনে চলবে।

যাইহোক, নয়া আপডেটের পর Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+ ফোনে নতুন ইউজার ইন্টারফেস দেখা যাবে। পাশাপাশি কিছু সুপার আইকন ও হোম স্ক্রিনে উইজেট যোগ হবে। এছাড়া ফোন দুটির সিস্টেম পারফরম্যান্স ও ব্যাটারি লাইফ আরও বাড়বে।