২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 12 Pro+

Redmi Note 12 সিরিজ গত অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল। যদিও এখনও এই সিরিজ গ্লোবাল মার্কেটে পা রাখেনি। তবে এখন এক জনপ্রিয়...
Julai Modal 6 Dec 2022 11:20 PM IST

Redmi Note 12 সিরিজ গত অক্টোবরে চীনে লঞ্চ হয়েছিল। যদিও এখনও এই সিরিজ গ্লোবাল মার্কেটে পা রাখেনি। তবে এখন এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, শীঘ্রই এই সিরিজ ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। পাশাপাশি তিনি Redmi Note 12 Pro Plus ফোন সম্পর্কে কিছু চমৎকার তথ্য শেয়ার করেছেন। যদিও কোম্পানির তরফে ভারতে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

Redmi Note 12 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে

টিপস্টার মুকুল শর্মা বলেছেন, অল্প কিছুদিনের মধ্যেই ভারতে রেডমি নোট ১২ সিরিজ কে লঞ্চ হতে দেখা যাবে। যদিও তিনি নির্দিষ্ট কোনো লঞ্চের তারিখ বলেননি। তবে জানিয়েছেন, এই সিরিজের রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে।

এদিকে গুঞ্জন রয়েছে যে, প্রিমিয়াম ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন চীনা ভ্যারিয়েন্টের থেকে আলাদা হবে। কারণ কিছুদিন আগে এমআইইউআই কোডবেসে দেখা গিয়েছিল যে, Redmi Note 12 Pro+ ভারতে Xiaomi 12i HyperCharge নামে লঞ্চ হতে পারে। উল্লেখ্য, এর আগে আমরা Redmi Note 11 Pro+ কে ভারতে Xiaomi 11i HyperCharge নামে আসতে দেখেছিলাম।

যাইহোক, চীনে রেডমি নোট ১২ প্রো প্লাস ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) ওলেড ডিসপ্লে সহ লঞ্চ হয়েছিল। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে LPDDR4x র‌্যাম ও UFS 2.2 স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Redmi Note 12 Pro+ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত, এই ক্যামেরাগুলি হল ১/১.৪ ইঞ্চির ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HPX প্রাইমারি সেন্সর। এই সেন্সরটি এএলডি আবরণ, এফ/১.৬৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ এসেছে। আর বাকি দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আবার এতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Show Full Article
Next Story