২৭ অক্টোবর মেগা এন্ট্রি Redmi Note 12 সিরিজের, থাকবে দুর্দান্ত ক্যামেরা সহ লেটেস্ট প্রসেসর
বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি (Redmi)-এর পরবর্তী প্রজন্মের Note সিরিজের হ্যান্ডসেটগুলিকে নিয়ে...বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি (Redmi)-এর পরবর্তী প্রজন্মের Note সিরিজের হ্যান্ডসেটগুলিকে নিয়ে জল্পনা চলছে। এমনকি সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, রেডমি চলতি মাসের শেষের দিকেই তাদের আসন্ন Redmi Note 12 সিরিজটি হোম মার্কেট চীনে লঞ্চ করবে। যদিও, এতদিন কোম্পানির তরফে এই লাইনআপটির লঞ্চ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে এবার রেডমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, Note 12 লাইনআপটি আগামী ২৭ অক্টোবর দেশীয় বাজারে উন্মোচন করা হবে। এর পাশাপাশি, প্রোমোশনাল টিজারে Note সিরিজের হ্যান্ডসেটের ক্যামেরা মডিউলের ডিজাইনও প্রদর্শন করেছে ব্র্যান্ড।
Redmi Note 12 বাজারে আসছে চলতি মাসেই
রেডমি চায়নার তরফে একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে যে, নতুন রেডমি নোট ১২ সিরিজের লঞ্চ ইভেন্টটি আগামী ২৭ অক্টোবর চীনে সন্ধ্যে ৭ টার (স্থানীয় সময়) সময় অনুষ্ঠিত হবে। এই প্রোমোশনাল পোস্টারে রেডমি নোট ১২ সিরিজের ক্যামেরা মডিউলের ডিজাইন সম্পর্কেও আভাস দেওয়া হয়েছে। এটি একটি ট্রিপল ক্যামেরা সেটআপ হবে এবং এর মধ্যে অনুভূমিক এলইডি ফ্ল্যাশ ইউনিট অন্তর্ভুক্ত থাকবে। প্রসঙ্গত, এই ক্যামেরা মডিউলের ডিজাইনটি গত মে মাসে চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ১১টি প্রো সিরিজের ক্যামেরা সেটআপের ডিজাইনের অনুরূপ। শুধুমাত্র লক্ষণীয় পার্থক্য হল যে, নোট ১১টি প্রো-এ অনুভূমিকের পরিবর্তে একটি উল্লম্ব এলইডি ফ্ল্যাশ ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।
এখন যেহেতু, রেডমি নোট ১২ সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে, তাই কোম্পানি এই লাইনআপটির লঞ্চের আগে, এর কিছু মূল স্পেসিফিকেশন নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। রেডমি ইঙ্গিত দিয়েছে যে, নোট ১২ লাইনআপ ব্যবহারকারীদের একটি দুর্দান্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করবে।
জানিয়ে রাখি, Redmi Note 12 সিরিজের ডিভাইসগুলি বর্তমানে চীনে রিজার্ভেশনের জন্য উপলব্ধ রয়েছে। চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম জিংডং (JD.com)-এর তালিকার মাধ্যমে জানা গেছে যে, Note 12 লাইনআপে চারটি ডিভাইস থাকবে। এগুলি হল, স্ট্যান্ডার্ড Note 12, Note 12 Pro, Note 12 Pro+ এবং Note 12 Pro Ultra। এই মডেলগুলি ২১০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, Redmi Note 12 সিরিজে হাই রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। প্রো মডেলগুলিতে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ১০৮০ চিপসেট ব্যবহার করা হতে পারে। এছাড়া, Note 12 সিরিজটি চীনের বিখ্যাত "ডাবল ১১" (১১ নভেম্বর) শপিং ফেস্টিভ্যালকে উপলক্ষ করে আসতে চলেছে৷ শোনা যাচ্ছে যে, এটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্ববাজারে লঞ্চ হবে৷