Redmi Note 12 ঝড়ে দেশের বাজার তোলপাড়, লঞ্চের দু’মাসের মধ্যে 1000 কোটি টাকার ফোন বিক্রির রেকর্ড

শাওমি (Xiaomi) দীর্ঘদিন ধরেই বিশ্ব বাজারে তাদের স্মার্টফোন ব্যবসার প্রধান ভিত্তি হিসেবে Redmi Note সিরিজের ওপর নির্ভর করে। গত বছর ডিসেম্বরে, শাওমির সাব-ব্র্যান্ডটি ঘোষণা করেছিল…

শাওমি (Xiaomi) দীর্ঘদিন ধরেই বিশ্ব বাজারে তাদের স্মার্টফোন ব্যবসার প্রধান ভিত্তি হিসেবে Redmi Note সিরিজের ওপর নির্ভর করে। গত বছর ডিসেম্বরে, শাওমির সাব-ব্র্যান্ডটি ঘোষণা করেছিল যে, বিশ্বজুড়ে Note সিরিজের ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি স্মার্টফোন বিক্রি করেছে, যার মধ্যে ৭.২ কোটি ইউনিট শুধুমাত্র ভারতেই বেচেছে তারা। এই বিপুল সাফল্য সত্ত্বেও, নোট সিরিজের চাহিদা উত্তোরত্তর বেড়ে চলেছে। কারণ শাওমি এখন দাবি করেছে Redmi Note 12 ভারতে লঞ্চের দুই মাসের মধ্যে ১,০০০ কোটি টাকা বিক্রির মাইলফলক ছাড়িয়ে গেছে।

Redmi Note 12 সিরিজগড়লো নতুন সেলস রেকর্ড

শাওমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট আলভিন সে টুইটারে রেডমির অর্জিত মাইলফলকটির বিষয়ে জানিয়েছেন। শাওমি আগে প্রকাশ করেছিল যে, রেডমি নোট ১২ সিরিজের স্মার্টফোনগুলি তাদের লঞ্চের প্রথম সপ্তাহের মধ্যে ভারতে ৩০০ কোটি টাকা আয় করেছে৷ পরের দুই সপ্তাহের মধ্যে, কোম্পানিটি আরেকটি মাইলফলক অর্জন করেছে কারণ এটি সারা দেশে ৫০০ কোটি টাকার ইউনিট বিক্রি করেছে। আর এখন বিক্রির অঙ্ক ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

Redmi Note 12

জানিয়ে রাখি, রেডমি নোট সিরিজের স্মার্টফোনগুলির উচ্চ চাহিদা ইঙ্গিত দেয় যে, এটি ভারত এবং গ্লোবাল মার্কেটের গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। বিপুল জনপ্রিয়তার একাধিক কারণও রয়েছে। প্রথমত, শাওমি ধারাবাহিকভাবে নোট সিরিজে আপগ্রেড করেছে, যার মধ্যে আরও ভালো ক্যামেরা, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং উন্নত কর্মক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, ব্র্যান্ড স্মার্টফোনগুলিকে সাশ্রয়ী মূল্যে বাজারে আনে, যার ফলে এগুলি বিস্তৃত পরিসরের গ্রাহকদের নাগালের মধ্যে থাকে।

উল্লেখ্য, লেটেস্ট Redmi Note 12 সিরিজের মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড Note 12, একটি হাই-এন্ড Note 12 Pro এবং সবচেয়ে অ্যাডভ্যান্সড Redmi Note 12 Pro+। তিনটি ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে এবং এগুলি অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে। প্রো মডেলগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত, যেখানে স্ট্যান্ডার্ড মডেলগুলিতে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে।