চীন, ভারতের পর এবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে Redmi Note 12 সিরিজ, স্পেসিফিকেশন কেমন

Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলি বর্তমানে চীন এবং ভারতের মার্কেটে উপলব্ধ। তবে বেশ কিছুদিন ধরে কোম্পানিটি বিশ্বের...
Ananya Sarkar 14 March 2023 7:13 PM IST

Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলি বর্তমানে চীন এবং ভারতের মার্কেটে উপলব্ধ। তবে বেশ কিছুদিন ধরে কোম্পানিটি বিশ্বের অন্যান্য বাজারেও তাদের লেটেস্ট Note লাইনআপটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর এখন অবশেষে, শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি গ্লোবাল মার্কেটে Redmi Note 12 সিরিজের লঞ্চের তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আগামী সপ্তাহেই রেডমির বর্তমান প্রজন্মের Note সিরিজে অন্তর্ভুক্ত হ্যান্ডসেটগুলি বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi Note 12 সিরিজটি আগামী সপ্তাহেই বিশ্ববাজারে পা রাখতে চলেছে

রেডমি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে নিশ্চিত করেছে যে, রেডমি নোট ১২ লাইনআপের গ্লোবাল লঞ্চ ইভেন্টটি আগামী ২৩ মার্চ, রাত ১১ টায় (GMT +8)-এ অনুষ্ঠিত হবে। রিপোর্ট অনুযায়ী, নোট ১২ সিরিজে রেডমি নোট ১২ ৫জি, নোট ১২ প্রো ৫জি এবং নোট ১২ প্রো প্লাস ৫জি- এই মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে৷ আবার শোনা যাচ্ছে, গ্লোবাল মার্কেটে রেডমি নোট ১২ ৪জি এবং রেডমি নোট ১২এস-ও উন্মোচিত হতে পারে, যা এখনও পর্যন্ত কোনও বাজারে লঞ্চ হয়নি।

উল্লেখযোগ্যভাবে, রেডমি নোট ১২এস-এর ডিজাইন গত বছর লঞ্চ হওয়া পূর্বসূরি রেডমি নোট ১১এস-এর অনুরূপ হবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত নতুন মডেলটি পুরানো মডেলের মতো প্রায় একই স্পেসিফিকেশনের সাথে আসতে পারে। তবে, পূর্বসূরিতে থাকা ৩৩ ওয়াট চার্জিংয়ের পরিবর্তে, নোট ১২এস ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করতে পারে।

এদিকে, Redmi Note 12 4G গ্লোবাল মার্কেটে "Redmi Note 12" নামে বাজারজাত হতে পারে। এটি প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দ্বারা চালিত স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও, এই ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, একটি সাইড-ফেসিং, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেস অফার করবে বলে জানা গেছে।

এছাড়া, Redmi Note 12 5G, Note 12 Pro 5G এবং Note 12 Pro+ 5G-এর গ্লোবাল মডেলগুলি চীন এবং ভারতে উপলব্ধ সংস্করণগুলির মতোই হবে বলে মনে করা হচ্ছে। Note 12 5G-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট রয়েছে, আর Pro মডেলগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট দ্বারা চালিত। Note সিরিজের পাশাপাশি, রেডমি বিভিন্ন বাজারে জন্য কয়েকটি নতুন ফোনের ওপর কাজ করছে বলেও জানা গেছে, যেমন Redmi A2 এবং Redmi A2+। তবে, এই ডিভাইসগুলি ২৩ মার্চ লঞ্চ করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Show Full Article
Next Story