5G সাপোর্টের সাথে আসছে Redmi Note 12, থাকবে সদ্য লঞ্চ হওয়া Dimensity 1080 প্রসেসর

স্মার্টফোন ব্র্যান্ড রেডমি (Redmi)-এর Note সিরিজের হ্যান্ডসেটগুলি তাদের গ্রাহকবেসের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। চলতি বছর...
Ananya Sarkar 11 Oct 2022 6:28 PM IST

স্মার্টফোন ব্র্যান্ড রেডমি (Redmi)-এর Note সিরিজের হ্যান্ডসেটগুলি তাদের গ্রাহকবেসের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। চলতি বছর ব্র্যান্ডটি বর্তমান প্রজন্মের Redmi Note 11 লাইনআপের অধীনে একাধিক ডিভাইস বাজারে উন্মোচন করেছে। তবে, বর্তমানে কোম্পানি এর উত্তরসূরি Note 12 সিরিজের ফোনগুলির ওপর কাজ করছে এবং জানা গেছে যে, রেডমি আগামী বছর সর্বপ্রথম হোম মার্কেট চীনে এই নতুন সিরিজটি লঞ্চ করবে। পরবর্তী প্রজন্মের Redmi Note 12 লাইনআপের হ্যান্ডসেটগুলির লঞ্চের আগে এখন এক সুপরিচিত টিপস্টার আসন্ন স্মার্টফোনগুলির চিপসেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।

Redmi Note 12-এ থাকবে MediaTek-এর নতুন প্রসেসর

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট)-এর একটি পোস্টে দাবি করেছেন যে, আসন্ন রেডমি নোট ১২ সিরিজের ডিভাইসে সদ্য উন্মোচিত মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেটটি ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, সম্প্রতি তাইওয়ানের চিপমেকার মিডিয়াটেক এই নতুন প্রসেসরটির ওপর থেকে পর্দা সরিয়েছে। এছাড়া ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, নতুন নোট ১২-এর অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে যে এই চিপের সাথে ডিভাইসটি কোয়ালকমের জনপ্রিয় মিড-রেঞ্জ চিপসেট স্ন্যাপড্রাগন ৭৭৮জি-এর মতো পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, এই চিপের সাহায্যে রেডমি নোট ১২ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu)-এ ৫,২০,০০০-এর বেশি স্কোর অর্জন করেছে বলে জানা গেছে। ডাইমেনসিটি ১০৮০ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং এতে একটি আপগ্রেডেড অক্টা-কোর সিপিইউ কনফিগারেশন রয়েছে। চিপটির দুটি কর্টেক্স এ৭৮ (Cortex A78) কোরের সর্বোচ্চ ক্লক স্পিড ২.৬ গিগাহার্টজ এবং বাকি ছয়টি কর্টেক্স এ৫৫ (Cortex A55) কোর ২.০ গিগাহার্টজে রান করে। আর গ্রাফিক্সের জন্য, ডাইমেনসিটি ১০৮০ এর সাথে এআরএম মালি জি৬৮ (ARM Mali G68) জিপিইউ যুক্ত রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, টিপস্টার আগেও দাবি করেছিলেন যে, Redmi Note 12 সিরিজের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর থাকবে। যদিও, সিরিজের ঠিক কোন মডেলটি এই সেন্সরটি অফার করবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এটি সম্ভবত উচ্চতর মডেল হবে। তাই আশা করা যায়, স্ট্যান্ডার্ড Redmi Note 12 মডেলটিতে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে।

Show Full Article
Next Story