Redmi Note 12 সিরিজের নতুন মডেল নিয়ে জল্পনা শুরু, বাহুবলী ব্যাটারি সহ ব্যাপক ফাস্ট চার্জিংয়ের সুবিধা

রেডমি (Redmi) তাদের Note 12 সিরিজের অধীনে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই ফোনটি...
Ananya Sarkar 9 Feb 2023 8:29 AM IST

রেডমি (Redmi) তাদের Note 12 সিরিজের অধীনে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই ফোনটি Redmi Note 12 Turbo নামে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগেই এখন, উল্লিখিত ফোনটিকে আইএমইআই (IMEI) ডেটাবেসে স্পট করা গেছে। সার্টিফিকেশন তালিকাটির ইঙ্গিত, এটি Note 12 Turbo ছাড়াও অন্য নামে বিশ্বের বিভিন্ন দেশে বাজারে আসবে।

Redmi Note 12 Turbo বিশ্ববাজারে আসতে পারে Poco ব্র্যান্ডিংয়ের সাথে

রেডমি নোট ১২ টার্বো মেইনল্যান্ড চায়নার বাইরের বাজারে পোকো (Poco) ব্র্যান্ডের অধীনে লঞ্চ হতে পারে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এটি কোম্পানির অন্যতম প্রধান বাজার ভারতেও পাওয়া যাবে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই স্মার্টফোনটি আন্তর্জাতিক বাজারে পোকো এক্স৫ জিটি নামে অফিশিয়ালি লঞ্চ হতে পারে। এছাড়াও, এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে।

প্রসঙ্গত, 'মার্বেল' সাংকেতিক নাম সহ রেডমি নোট ১২ টার্বো-এর তিনটি ভ্যারিয়েন্ট বাজারে আসবে বলে জানা গেছে। চীনে এই ফোনটি রেডমি নোট ১২ টার্বো নামেই পাওয়া যাবে, যার মডেল নম্বর হবে 23049RAD8C। গ্লোবাল মার্কেট ও ভারতের এটি লঞ্চ হবে পোকো এক্স৫ জিটি নামে। তবে এর গ্লোবাল সংস্করণটির মডেল নম্বর 23049PCD8G আর ভারতীয় ভ্যারিয়েন্টটির মডেল নম্বর 23049PCD8I হবে।

Redmi Note 12 Turbo কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ২ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এই চিপসেটটি ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফোনটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লের সাথে আসবে। আর নিরাপত্তার জন্য, ডিসপ্লেতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে।

ফটোগ্রাফির জন্য, ফোনে ট্রিপল ক্যামেরা সিস্টেমের সাথে আসবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর উপস্থিত থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 Turbo-এ ৬৭ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

Show Full Article
Next Story