হ্যারি পটার ফ্যানরা কোথায়! আপনার জন্য হাজির Redmi Note 12 Turbo Harry Potter Edition

Xiaomi অধীনস্ত Redmi আজ অর্থাৎ ২৮শে মার্চ Note 12 সিরিজের নতুন সদস্য হিসাবে Redmi Note 12 Turbo লঞ্চ করেছে। এটি...
SUMAN 29 March 2023 12:09 AM IST

Xiaomi অধীনস্ত Redmi আজ অর্থাৎ ২৮শে মার্চ Note 12 সিরিজের নতুন সদস্য হিসাবে Redmi Note 12 Turbo লঞ্চ করেছে। এটি অত্যাধুনিক হার্ডওয়্যারের সাথে এলেও, ডিজাইনের ক্ষেত্রে সামান্য আশাহত করেছে আমাদের। যদিও আজই আলোচ্য হ্যান্ডসেটের একটি 'স্পেশাল এডিশন' দুর্দান্ত ডিজাইন সহ নিয়ে আসা হয়েছে। নতুন Redmi Note 12 Turbo -এর এই বিশেষ সংস্করণটি ব্রিটিশ লেখক জে.কে রাউলিং (J. K. Rowling) রচিত 'ফ্যান্টাসি' উপন্যাস 'হ্যারি পটার' (Harry Potter) দ্বারা অনুপ্রাণিত। যারজন্য এর নাম Redmi Note 12 Turbo Harry Potter Edition। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে উক্ত খ্যাতনামা উপন্যাস এবং চলচ্চিত্র সিরিজের প্রতীক (সিম্বল) এবং আর্টওয়ার্ক দেখা গেছে। আবার অ্যাক্সেসরিজ হিসাবে ফোনটির রিটেল বক্সে - ম্যারাউডারের মানচিত্রের নির্দেশাবলী, বিভিন্ন ধরণের স্টিকার, ব্যাক কভার অন্তর্ভুক্ত থাকছে। এছাড়া এতে কাস্টমাইজড থিম এবং উইজেট যুক্ত বিশেষ কাস্টম ইউজার ইন্টারফেসও নজরে পড়বে।

প্রসঙ্গত, ২০০১ সালের নভেম্বর মাসে 'হ্যারি পটার' উপন্যাসকে কেন্দ্র করে প্রথম চলচ্চিত্র রিলিজ করা হয়। যারপর দর্শকদের কাছে ব্যাপক সাড়া পাওয়ার দরুন আর পিছনে ফিরে দেখতে হয়নি জে.কে রাউলিং ও সিনেমার সাথে যুক্ত অভিনেতা-অভিনেত্রীদের। আজকের দিনে হ্যারি পটারের নাম শোনেনি এমন মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে। তবে আপনি যদি বিপরীতধর্মী মানুষ হন, অর্থাৎ হ্যারি পটার সম্পর্কে আপনার ধারণা না থাকে তবে গল্পের সারাংশটা বলা জরুরি। 'হ্যারি পটার' হল একটি ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজি সিরিজ, যা সাতটি বই এবং আটটি সিনেমার অভিযোজন নিয়ে গঠিত। গল্পটির ভীত গড়ে উঠেছে হ্যারি পটার নামক এক অনাথ বালককে কেন্দ্র করে। আর প্রত্যেকটি সিরিজে, হ্যারির নিজেকে একজন জাদুকর হিসাবে আবিষ্কার করা এবং 'হগওয়ার্টস স্কুল অফ উইচক্র্যাফ্ট অ্যান্ড উইজার্ডিতে' -এ ভর্তি হওয়ার পর বন্ধু রন উইজলি এবং হারমায়োনি গ্রেঞ্জারের সহায়তায় সেখানে ঘটা বিবিধ ধরণের রহস্যের মোড়ক সে কিভাবে উন্মোচন করেছিল সেই বৃত্তান্ত সামিল রয়েছে।

যাইহোক মূল আলোচনায় ফিরে আসা যাক এবার। Redmi Note 12 Turbo Harry Potter Edition স্মার্টফোনের ব্যাক প্যানেলের ঠিক মধ্যিখানে 'আইকনিক' হগওয়ার্টস স্কুলের লোগো দেখা গেছে। আর এই লোগোর চারিপাশে শ্যাডো এফেক্টের সাথে জাদুকরদের দুনিয়া নিয়ে রচিত চলচ্চিত্রে দেখা গেছে এমন কিছু বস্তুর দ্বারা অনুপ্রাণিত ডিজাইন নজরে পড়বে। যেমন - ব্যাক প্যানেলে হ্যারি পটারের 'সিগনেচার' চশমা এবং তার মাথায় সিরিজের নেতিবাচক চরিত্র ভলডেমর্টের দেওয়া অদ্ভুত 'স্কার' বা কাটা দাগ রয়েছে। এছাড়া হ্যারি পটারের বাহন ব্রুমস্টিক বা ঝাড়ু, তার পোষ্য পেঁচা হেডউইগ (Hedwig), সকার গেমের উড়ন্ত বল এবং পালক আকৃতির কলমও দেখতে পারবেন। তবে এটির ব্যাক প্যানেলের যে জায়গাটি সবথেকে আকর্ষণীয় বলে মনে হয়েছে আমাদের তা হল এর ক্যামেরা মডিউল। কেননা রিয়ার ক্যামেরা আইল্যান্ডটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে তা হ্যারি পটারের গোলাকৃতি চশমার অনুরূপ দেখায়। প্রসঙ্গত রেডমি নোট ১২ টার্বো হ্যারি পটার এডিশনের পেছনের প্যানেলটি প্ল্যাটিনাম থ্রি-ডাইমেনশনাল স্ট্রাকচার দ্বারা নির্মিত এবং পিছনের আর্টওয়ার্কগুলি গ্লো বা জ্বলজ্বল করে।

Redmi note 12 turbo harry potter edition Launched

রেডমি নোট ১২ টার্বো হ্যারি পটার এডিশনকে একটি বিশেষ কাস্টম প্যাকেজিংয়ের সাথে নিয়ে আসা হয়েছে। এই বক্সে বেশ কয়েকটি এক্সক্লুসিভ গুডি বা অ্যাক্সেসরিজ বান্ডিল করা হয়েছে, যেমন - 9¾ স্টেশন লোগো যুক্ত একটি সিম কার্ড ইজেক্টর টুল, ম্যারাউডারের ম্যাপ ইন্সট্রাকশন বা মানচিত্রের নির্দেশাবলী, একগুচ্ছ আকর্ষণীয় স্টিকার এবং একটি কাস্টমাইজড মোবাইল কেস। আর অন্যান্য 'স্পেশাল এডিশন' এর ন্যায় রেডমি নোট ১২ টার্বো মডেলটিতেও হ্যারি পটার উপন্যাস তথা সিনেমার 'উইজার্ড ওয়ার্ল্ড' অনুপ্রাণিত ওয়ালপেপার, অ্যাপ আইকন এবং কাস্টমাইজড থিম দেখা যাবে।

স্পেসিফিকেশনের নিরিখে, হ্যারি পটার এডিশনের যাবতীয় কনফিগারেশন মূল রেডমি নোট ১২ টার্বোর মতো। অর্থাৎ এতেও - ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১২ বিট ফ্লেক্সিবল OLED পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০ নিটস পিক ব্রাইটনেস, ৯৩.৪৫% স্ক্রিন-টু-বডি রেশিও, ডলবি ভিশন ও এইচডি১০ প্লাস প্রযুক্তি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ বেসড এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলে। এছাড়া আলোচ্য ডিভাইসে - ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর) এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। আর তাপ নিয়ন্ত্রণের জন্য এতে কুলিং চেম্বার উপলব্ধ।

আর Redmi Note 12 Turbo Harry Potter Edition স্মার্টফোনকে ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ একক ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। যার দাম ২,৩৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২৮,৮০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। লভ্যতার কথা বললে, হ্যান্ডসেটটি বর্তমানে শুধুমাত্র চীনেই পাওয়া যাচ্ছে। ভারত সহ বিশ্ববাজারে এটিকে কতদিনে নিয়ে আসা হবে সেই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

Show Full Article
Next Story