এই প্রথম রেডমি ফোনে এই ফিচার, Redmi Note 12 Turbo আসছে 67W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে
সম্প্রতি একটি বেনামী Xiaomi ফোন চীনের 3C সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে। এখান থেকে ফোনটির চার্জিং স্পিড জানা গেছে।...সম্প্রতি একটি বেনামী Xiaomi ফোন চীনের 3C সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে। এখান থেকে ফোনটির চার্জিং স্পিড জানা গেছে। টিপস্টারদের দাবি এটি Redmi Note 12 Turbo হবে। কারণ গত কয়েক সপ্তাহ ধরে এই ফোনটিকে একই মডেল নম্বর সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে। আসুন Redmi Note 12 টার্বো সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
3C সাইটে রেডমির আসন্ন ফোনটি 23049RAD8C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর রিটেল বক্সেও MDY-12-EF মডেল নম্বর সহ ৬৭ ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টর থাকবে।
সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ১২ টার্বো ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ২ প্রসেসর। এটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলবে।
আবার এই ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে দেওয়া হবে। আবার এটি ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে। ফলে এটি প্রথম Redmi Note হবে, যাতে এই বায়োমেট্রিক সেন্সর থাকবে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেল তৃতীয় লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।