Redmi Note 12 Turbo বাজার কাঁপাতে কম দামে Snapdragon 7+ Gen 2 প্রসেসর ও 64MP ক্যামেরা সহ লঞ্চ হল
Xiaomi -র সাব ব্র্যান্ড Redmi আজ তাদের Note 12 সিরিজের নয়া ডিভাইস হিসেবে Redmi Note 12 Turbo লঞ্চ করল। মিড রেঞ্জে আসা...Xiaomi -র সাব ব্র্যান্ড Redmi আজ তাদের Note 12 সিরিজের নয়া ডিভাইস হিসেবে Redmi Note 12 Turbo লঞ্চ করল। মিড রেঞ্জে আসা এই ডিভাইসে একাধিক প্রিমিয়াম ফিচার পাওয়া যাবে। যেমন এতে পাওয়া যাবে ১২ বিট ফ্লেক্সিবল ওলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর। আবার Redmi Note 12 Turbo ফোনে রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Redmi Note 12 Turbo Price
রেডমি নোট ১২ টার্বো ফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৮০০ টাকা)। আর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৫,০০০ টাকা), ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,৪০০ টাকা) ও ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,০০০ টাকা)। এটি কার্বন ব্ল্যাক, আইস ফিচার হোয়াইট ও ব্লু কালারে পাওয়া যাবে।
Redmi Note 12 Turbo Specifications and Features
রেডমি নোট ১২ টার্বো ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২ বিট ফ্লেক্সিবল ওলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০ নিটস পিক ব্রাইটনেস, ডলবি ভিশন ও এইচডি১০ প্লাস সাপোর্ট করবে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লে ৯৩.৪৫ স্ক্রিন টু বডি রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১৬ জিবি পর্যন্ত র্যাম (LPDDR5X) ও ১টিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ বেসড এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলবে।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Redmi Note 12 Turbo ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে কুলিং চেম্বার উপলব্ধ। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।