Redmi Note 12 Turbo অসাধারণ ফিচার্স, সুন্দর ডিজাইন নিয়ে আসছে, লঞ্চের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল
দীর্ঘ কয়েক সপ্তাহের জল্পনার পর, রেডমি অবশেষে চীনে তাদের Redmi Note 12 Turbo লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। শাওমি...দীর্ঘ কয়েক সপ্তাহের জল্পনার পর, রেডমি অবশেষে চীনে তাদের Redmi Note 12 Turbo লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। শাওমি (Xiaomi)-এর সাব ব্র্যান্ডটি আগামী সপ্তাহেই এই বহু প্রতীক্ষিত স্মার্টফোনের দাম প্রকাশ করতে চলেছে। এর পাশাপাশি কোম্পানির শেয়ার করা পোস্টারের মাধ্যমে Note 12 Turbo-এর 'ফার্স্ট লুক'-টিও সামনে এসেছে। আসুন তাহলে লঞ্চের আগে এই নয়া Note সিরিজের ফোনটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Redmi Note 12 Turbo আগামী সপ্তাহেই আসছে চীনা বাজারে
রেডমি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে একটি পোস্টার প্রকাশ করেছে, যা নিশ্চিত করেছে যে রেডমি নোট ১২ টার্বো আগামী ২৮ মার্চ সন্ধ্যা ৭ টায় (স্থানীয় সময়) লঞ্চ করা হবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭প্লাস জেন ২ চিপসেট দ্বারা চালিত বিশ্বের প্রথম ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে। এছাড়াও, পোস্টারটির মাধ্যমে প্রথমবারের জন্য রেডমি নোট ১২ টার্বো-এর ডিজাইন সামনে এসেছে।
এই রেডমি ফোনটির রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা উপস্থিত থাকবে। ডানদিকে, একটি ভলিউম রকার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যেতে পারে৷ নোট ১২ টার্বো-এর ওপরের প্রান্তে একটি মাইক্রোফোন, একটি আইআর (IR) ব্লাস্টার, একটি স্পিকার গ্রিল এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অবস্থান করবে। আর নীচের দিকে একটি স্পিকার গ্রিল, একটি ইউএসবি-সি পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি সিম স্লট থাকবে।
Redmi Note 12 Turbo-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
রেডমি নোট ১২ টার্বো-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চি র ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে। এটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭প্লাস জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এর সর্বোচ্চ ভ্যারিয়েন্টে ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ থাকতে পারে। নোট ১২ টার্বো সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে চলবে।
ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 Turbo-এর রিয়ার প্যানেলে ৬৫ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা উপস্থিত থাকতে পারে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Note 12 Turbo-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।