চীনে সাড়া ফেলা Redmi-র দারুণ ফোন দেশে আসছে, নতুন নাম হবে Poco M6 Pro 5G
রেডমি সম্প্রতি চীনে তাদের জনপ্রিয় Note সিরিজের অধীনে Redmi Note 12R লঞ্চ করেছে। ফোনটিতে Qualcomm-এর নয়া Snapdragon 4 Gen...রেডমি সম্প্রতি চীনে তাদের জনপ্রিয় Note সিরিজের অধীনে Redmi Note 12R লঞ্চ করেছে। ফোনটিতে Qualcomm-এর নয়া Snapdragon 4 Gen 2 প্রসেসর ব্যবহার করা হযেছে, যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। Redmi Note 12R-এর গ্লোবাল লঞ্চ অফিসিয়াল ভাবে ঘোষণা না এলেও এক সূত্রের দাবি, ডিভাইসটি গ্লোবাল মার্কেটে ভিন্ন ভিন্ন নামে লঞ্চ হতে পারে। এই নয়া রেডমি ফোনটি কোন দেশে কী নামে উপলব্ধ হবে জেনে নেওয়া যাক।
Redmi Note 12R গ্লোবাল মার্কেট ও ভারতে ভিন্ন নামে লঞ্চ হবে
টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক দাবি করেছেন, রেডমি তাদের নতুন নোট ১২আর গ্লোবাল মার্কেটে রেডমি নোট ১২ ৫জি নামে লঞ্চ করবে। আর ভারতে ফোনটিকে পোকো এম৬ প্রো ৫জি হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে। এখানে লক্ষণীয় যে, পোকো এম৫ প্রো এখনও দেশে আসেনি। ফলে এই মডেলকে বাদ দিয়ে পোকো একেবারে পরবর্তী প্রজন্মের এম৬ প্রো ৫জি লঞ্চ করার পরিকল্পনা করছে। চীনে উপলব্ধ রেডমি নোট ১২আর এর স্পেসিফিকেশনের ওপর এবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
Redmi Note 12R: স্পেসিফিকেশন
রেডমি নোট ১২আর ৬.৭৯ ইঞ্চি এলসিডি প্যানেল সহ এসেছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করে। ২৪০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট মসৃণ টাচ রেসপন্স নিশ্চিত করে, আর ডিসি ডিমিং ডিসপ্লের গুণমান বাড়ায়। ফোনটি ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইউএফএস ২.২ ইন-বিল্ট স্টোরেজ অপশনে উপলব্ধ।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Redmi Note 12R-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12R ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম নির্ভর শাওমির নিজস্ব কাস্টম স্কিনে এমআইইউআই ১৪ (MIUI 14) ভার্সনে রান করে।