Redmi Note 12S শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

Xiaomi আজ আরও একটি নতুন স্মার্টফোন বাজারে আনল। নয়া এই হ্যান্ডসেটের নাম Redmi Note 12S। এটি কোম্পানির নোট ১২ সিরিজের...
Julai Modal 10 May 2023 1:26 PM IST

Xiaomi আজ আরও একটি নতুন স্মার্টফোন বাজারে আনল। নয়া এই হ্যান্ডসেটের নাম Redmi Note 12S। এটি কোম্পানির নোট ১২ সিরিজের দ্বিতীয় এলটিই-অনলি ডিভাইস। নয়া Redmi Note 12S স্মার্টফোনটি Note 11S এর রিব্র্যান্ডেড সংস্করণ, তবে ডিজাইনে সামান্য পরিবর্তন রয়েছে। রেডমির এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এছাড়া শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত ডিসপ্লেও দেওয়া হয়েছে। আসুন Redmi Note 12S এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi Note 12S এর দাম ও লভ্যতা

রেডমি নোট ১২এস পোল্যান্ডে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ হয়েছে, যার দাম রাখা হয়েছে প্রায় ২৯,৫০০ টাকা। ফোনটি আইস ব্লু, পার্ল গ্রিন এবং অনিক্স ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ডিভাইসটি ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ হতে পারে।

Redmi Note 12S এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১২এস ফোনে ২৪০০×১০৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। রেডমি নোট ১২এস ডিভাইসটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ সহ এসেছে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মালি জি৫৭ জিপিইউসহ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর।

আর ফটোগ্রাফির জন্য রেডমি নোট ১২এস ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সিকিউরিটির জন্য Redmi Note 12S ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলবে। আবার এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি, জিপিএস এবং গ্লোনাস।

Show Full Article
Next Story