108 মেগাপিক্সেল ক্যামেরা সহ নজরকাড়া ফিচার, Redmi Note 12S, Redmi 12 Pro 4G গ্লোবাল মার্কেটে লঞ্চ হল

Xiaomi কয়েক সপ্তাহ আগেই ইউরোপের বাজারে Redmi Note 12 সিরিজ ঘোষণা করেছিল। আর আজ অর্থাৎ ৬ই এপ্রিল সংস্থাটি তাদের এই নয়া...
ANKITA 6 April 2023 1:00 PM IST

Xiaomi কয়েক সপ্তাহ আগেই ইউরোপের বাজারে Redmi Note 12 সিরিজ ঘোষণা করেছিল। আর আজ অর্থাৎ ৬ই এপ্রিল সংস্থাটি তাদের এই নয়া লাইনআপের অধীনে আরো দুটি ফোন লঞ্চ করল, যাদের নাম Redmi Note 12S এবং Redmi Note 12 Pro 4G। উভয় মডেলই মিড-রেঞ্জে এসেছে। আর ফিচারের ক্ষেত্রে ফোন দুটির মধ্যে বেশ কয়েকটি সদৃশতা লক্ষ্যণীয়। যেমন উভয় হ্যান্ডসেটে FHD+ ডিসপ্লে প্যানেল, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল মুখ্য রিয়ার সেন্সর রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ফোন দুটির প্রাইমারি রিয়ার যদিও বেশ কিছু ক্ষেত্রে পার্থক্যও দেখা যাবে। আসুন Redmi Note 12S এবং Redmi Note 12 Pro 4G স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi Note 12S এবং Note 12 Pro 4G-এর দাম

ইউরোপের বাজারে রেডমি নোট ১২ প্রো ৪জি স্মার্টফোনের দাম রাখা হয়েছে ৩২৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ২৯,৩০০ টাকা)। আর রেডমি নোট ১২এস স্মার্টফোনের দাম ধার্য করা হয়েছে ২৮৯ ইউরো (প্রায় ২৫,৮০০ টাকা)। উভয় মডেল অনিক্স ব্ল্যাক, আইস ব্লু, এবং পার্ল গ্রিন কালার অপশনে পাওয়া যাবে।

Redmi Note 12 Pro 4G-এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১২ প্রো ৪জি স্মার্টফোনকে এর আগে ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ করা হয়েছিল এবং আর এখন এটি ইউরোপে আত্মপ্রকাশ করল। ফিচারের কথা বললে, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন। আলোচ্য ডিভাইস ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আর নিরাপত্তা প্রদানের জন্য এতে সাইড-ফেসিং পার্শ্বমুখী ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, Redmi Note 12 Pro 4G স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে ১৬-মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে অন্তর্ভুক্ত থাকছে - ডুয়াল সিম স্লট, 4G VoLTE, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি এবং একটি আইআর ব্লাস্টার৷ Redmi Note 12 Pro 4G স্মার্টফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi Note 12S-এর স্পেসিফিকেশন ও ফিচার

অন্যদিকে, রেডমি নোট ১২এস স্মার্টফোনটি ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল সহ এসেছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে এসেছে। সফ্টওয়্যার ফ্রন্টের কথা বললে, আলোচ্য ৪জি-এনাবল হ্যান্ডসেটটি নতুন প্রজন্মের অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম ইউজার ইন্টারফেসের সাথে প্রি-লোডেড হয়ে এসেছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য উক্ত ডিভাইসটি ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ১৬-মেগাপিক্সেলের ফ্রন্ট স্ন্যাপার। পরিশেষে Redmi Note 12S স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Show Full Article
Next Story