Redmi Note 12T Pro দুর্দান্ত ডিসপ্লে ও 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে Dimensity 8200 প্রসেসর

Redmi Note 12T Pro আজ চীনে লঞ্চ হল। আজ থেকেই কোম্পানির ওয়েবসাইট থেকে এটি প্রি-অর্ডার করা যাবে। ফোনটির দাম শুরু হয়েছে...
Julai Modal 30 May 2023 2:26 PM IST

Redmi Note 12T Pro আজ চীনে লঞ্চ হল। আজ থেকেই কোম্পানির ওয়েবসাইট থেকে এটি প্রি-অর্ডার করা যাবে। ফোনটির দাম শুরু হয়েছে প্রায় ১৮,৬০০ টাকা থেকে। ফিচারের কথা বললে, Redmi Note 12T Pro ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন Redmi Note 12T Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi Note 12T Pro এর দাম ও লভ্যতা

রেডমি নোট ১২টি প্রো এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৬৬৫ টাকা)। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের যথাক্রমে মূল্য রাখা হয়েছে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ), ১,৭৯৯ ইউয়ান (প্রায়) এবং ১,৯৯৯ ইউয়ান (প্রায়)। ফোনটি তিনটি কালারে এসেছে - কার্বন ব্ল্যাক, আইস ফগ হোয়াইট এবং হারুমি ব্লু।

Redmi Note 12T Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১২টি প্রো এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪৬০ x ১০৮০ পিক্সেল) আইপিএস এলসিডি, যা ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৬৫০ নিটস ব্রাইটনেস অফার করবে। এই ডিসপ্লে ডলবি ভিশন ও এইচডিআর১০ সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Redmi Note 12T Pro ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০৮০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 12T Pro ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

Show Full Article
Next Story