রেডমির নতুন 4G এবং 5G ফোন আসছে বাজারে, ফিচার্স কেমন হতে পারে দেখুন

শাওমি ভারতে তাদের সাব-ব্র্যান্ড রেডমির সবচেয়ে জনপ্রিয় Note সিরিজের নতুন ফোন লঞ্চের বিষয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে...
Ananya Sarkar 16 Dec 2023 12:29 PM IST

শাওমি ভারতে তাদের সাব-ব্র্যান্ড রেডমির সবচেয়ে জনপ্রিয় Note সিরিজের নতুন ফোন লঞ্চের বিষয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। Redmi Note 13 লাইনআপ আগামী ৪ জানুয়ারি এদেশের বাজারে পা রাখবে। এই সিরিজে Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro+ 5G - এর মতো 5G কানেক্টিভিটি যুক্ত হ্যান্ডসেট অন্তর্ভুক্ত রয়েছে। তবে, কোম্পানি Redmi Note 13 সিরিজের অধীনে 4G ফোনও আনবে বলে শোনা যাচ্ছে। এখন জল্পনা বাড়িয়ে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে সেটি। এছাড়াও, Redmi Note 13 Pro+ 5G-কেও এনবিটিসি-তে দেখা গেছে।

Redmi Note 13 4G এবং Note 13 Pro+ 5G পেল NBTC সার্টিফিকেশন

থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশনের সাইটে রেডমি নোট ১৩ (৪জি) ফোনটি 23129RAA4G মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। আর টপ-এন্ড রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি মডেলটিকে 23090RA98G মডেল নম্বরের সাথে দেখা গেছে। মডেল নম্বর ছাড়া, এনবিটিসি সার্টিফিকেশন স্মার্টফোনগুলির কোনও স্পেসিফিকেশনর প্রকাশ করেনি। তবে, এটা স্পষ্ট যে হ্যান্ডসেটগুলি খুব শীঘ্রই থাইল্যান্ডের বাজারে লঞ্চ হবে।

আগের রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ১৩ ৪জি ফোনটি ৮ জিবি/১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ সহ আসবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেটে চলবে। এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে৷ ক্যামেরার ক্ষেত্রে, ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে৷ এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে। রেডমি নোট ১৩ ৪জি সম্ভবত পার্পল এবং গ্রীন কালার অপশনগুলিতে উপলব্ধ হবে।

অন্যদিকে, Redmi Note 13 Pro+ 5G ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। তাই এর স্পেসিফিকেশনগুলি আর অনুমান-নির্ভর নয়। এতে ১০-বিট কালার ডেপ্থ, ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে৷ ফোনটি MediaTek Dimensity 7200 Ultra প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে, যা এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 13 Pro+ 5G-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 Pro+ 5G-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, একটি আইআর ব্লাস্টার এবং একটি আইপি৬৮ (IP68) ধুলো এবং জল-প্রতিরোধী রেটিং প্রাপ্ত চ্যাসিস।

Show Full Article
Next Story