5G-র যুগেও আমজনতার স্বার্থে 4G-তে জোর, বাজারে আসছে Redmi Note 13 ফোর-জি

শাওমি (Xiaomi)-অধীনস্থ ব্র্যান্ড, রেডমির Note সিরিজের স্মার্টফোনগুলি গোটা বিশ্বজুড়ে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ...
Ananya Sarkar 14 Nov 2023 7:19 PM IST

শাওমি (Xiaomi)-অধীনস্থ ব্র্যান্ড, রেডমির Note সিরিজের স্মার্টফোনগুলি গোটা বিশ্বজুড়ে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। গত সেপ্টেম্বরে কোম্পানিটি এই সিরিজের অধীনে নতুন ডিভাইস বাজারে এনেছে। এগুলি হল Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro+ 5G। বর্তমানে, রেডমি এই লাইনআপে একটি নতুন মডেল যুক্ত করার পরিকল্পনা করছে, যার নাম Redmi Note 13 4G। ডিভাইসটি ইতিমধ্যেই সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। আর এখন, Redmi Note 13 4G মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন ডেটাবেসের অনুমোদন লাভ করেছে।

Redmi Note 13 4G পেল FCC সার্টিফিকেশন

23129RA5FL মডেল নম্বর সহ রেডমি নোট ১৩ ৪জি ফোনটি আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) কর্তৃক অনুমোদিত হয়েছে। এই সার্টিফিকেশন ডেটাবেসে উল্লেখ করা তথ্যগুলি থেকে জানা গেছে যে, রেডমি নোট ১৩ ৪জি মডেলটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্কের সাপোর্ট সহ ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ উভয় ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য কম্প্যাটিবল।

এটি নেভিগেশনের জন্য জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস এবং এসবিএএস সহ ডুয়েল-সিম সাপোর্ট করবে। এছাড়াও, রেডমি ফোনটিতে ব্লুটুথ সংযোগ রয়েছে এবং এটি এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে, যা অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে।

যদিও, এফসিসি লিস্টিংটি আর কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে একটি আগের রিপোর্টে দাবি করা হয়েছিল যে, রেডমি নোট ১৩ ৪জি-তে তার পূর্বসূরির মতো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরটি ব্যবহৃত হবে। তবে ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লের মতো সেগমেন্টে কিছু ক্রমবর্ধমান আপগ্রেড দেখা যেতে পারে। চলুন রেডমি নোট ১৩ ৪জি কি কি অফার করতে পারে, তার ধারণা পেতে গত বছর লঞ্চ হওয়া পূর্বসূরি রেডমি নোট ১২ ৪জি-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Redmi Note 12 4G-এর স্পেসিফিকেশন

Redmi Note 12 4G-তে ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটির উচ্চ কনট্রাস্ট রেশিও ৪৫,০০,০০০:১ এবং পিক ব্রাইটনেস ১,২০০ নিট। এই রেডমি ফোনটি Qualcomm Snapdragon 685 চিপসেট দ্বারা চালিত, যা এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ দ্বারা পরিপূরক। এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 4G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবস্থান করছে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

এছাড়া, Redmi Note 12 4G-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিএনএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এতে নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অতিরিক্ত স্টোরেজের জন্য ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে৷ পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 4G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story