নববর্ষের আগেই সুখবর, Redmi Note 13 সিরিজের প্রতিটি স্মার্টফোন ভারতে আসছে
২০২৪ সালের জন্য শাওমি (Xiaomi) তাদের প্রথম গ্লোবাল লঞ্চ ইভেন্টটি আগামী ৪ জানুয়ারি রেখেছে। এটি ভারতে অনুষ্ঠিত হবে এবং সে...২০২৪ সালের জন্য শাওমি (Xiaomi) তাদের প্রথম গ্লোবাল লঞ্চ ইভেন্টটি আগামী ৪ জানুয়ারি রেখেছে। এটি ভারতে অনুষ্ঠিত হবে এবং সে দিন Redmi Note 13 সিরিজ এদেশে লঞ্চ হবে। গত কয়েকদিন ধরে, চীনা ব্র্যান্ডটি লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করতে চলা ফোনের নাম ধীরে ধীরে প্রকাশ করছে। সাথে সাথে ক্রেতাদের আকৃষ্ট করতে আপকামিং ফোনগুলির বৈশিষ্ট্যগুলিও সামনে আনছে শাওমি। আর এখন, সংস্থাটি রেডমি নোট থার্টিন সিরিজের তৃতীয় ও সম্ভবত শেষ ফোনটির বিষয়ে জানিয়েছে।।
ভারতে Redmi Note 13 5G-এর লঞ্চ কনফার্মড
শাওমি নিশ্চিত করেছে যে, তারা আগামী ৪ জানুয়ারি ভারতে রেডমি নোট ১৩ ৫জি লঞ্চ করবে। এটি রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি এবং রেডমি নোট ১৩ প্রো ৫জি-এর সাথে একইসাথে উন্মোচন করা হবে। শাওমি দ্বারা শেয়ার করা টিজার পোস্টারটি নিশ্চিত করেছে যে, রেডমি নোট ১৩ ৫জি-এর আন্তর্জাতিক সংস্করণটি এর চীনা ভ্যারিয়েন্টের থেকে কিছুটা আলাদা হবে। এতে দুটির পরিবর্তে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে, যা আগেই একটি রেন্ডার দ্বারা প্রকাশ করা হয়েছে।
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, রেডমি নোট ১৩ ৫জি-এর ট্রিপল ক্যামেরা সিস্টেমে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকবে৷ তুলনামূলকভাবে দেখলে, চীনা মডেলে আল্ট্রাওয়াইড ক্যামেরা নেই এবং এতে ম্যাক্রো লেন্সের পরিবর্তে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে।
ক্যামেরা সেটআপ ছাড়া বাকি স্পেসিফিকেশনগুলি সম্ভবত চীনে লঞ্চ হওয়া মডেলটির মতোই হবে। অর্থাৎ, Redmi Note 13 5G-এর গ্লোবাল ভ্যারিয়েন্টে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির কেন্দ্রিভূত পাঞ্চ-হোল ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ সহ MediaTek Dimensity 6080 চিপসেট দ্বারা চালিত হবে।
জল ও ধুলো প্রতিরোধী আইপি৫৪ (IP54)-রেটেড ফোনটি নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড স্লট সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 5G-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। এছাড়া, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক এমআইইউআই ১৪ (MIIU 14) কাস্টম স্কিনে রান করবে বলে জানা গেছে। কোম্পানি এই ফোনে তিনটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট প্রদান করতে পারে।