108MP ক্যামেরার Redmi Note 13 5G এখন 15 হাজার টাকার কমে, অফার হাতছাড়া করবেন না

অ্যামাজনে Redmi Note 13 5G এখন 15 হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে। এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে 14,520 টাকায়। এর উপর 31 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Julai Mondal 23 Nov 2024 11:00 PM IST

আপনি যদি স্লিম ডিজাইন সহ 108 মেগাপিক্সেল ক্যামেরার কোনো ফোন কিনতে চান তাহলে Redmi Note 13 5G বেছে নিতে পারেন। চলতি বছরের জানুয়ারিতে আসা এই ডিভাইস মাত্র 7.6mm পুরু। আর Note 12 5G এর তুলনায় এই মডেল হালকা হওয়ার পাশাপাশি আরও দ্রুত চার্জিং ও দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ এসেছে। ফোনটি কিনতে বলার আরও একটি কারণ হল এখন Note 13 5G এখন Amazon থেকে অনেক সস্তায় কেনা যাচ্ছে।

Redmi Note 13 5G: ভারতে দাম ও অফার

অ্যামাজনে রেডমি নোট 13 5G এখন 15 হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে। এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে 14,520 টাকায়। এর উপর 31 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এটি আর্কটিক হোয়াইট, প্রিজম গোল্ড, স্টিলথ ব্ল্যাক, ক্রোমেটিক পার্পেল কালার ভ্যারিয়েন্টে উপস্থিত।

স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট 13 5G ফোনের সামনে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস (1080 x 2400 পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট ও 1000nits পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। আবার এই ফোন 93.3% স্ক্রিন টু বডি রেশিও অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক এমআইইউআই কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা হল 3x ইন-সেন্সর জুম সাপোর্ট সহ 108 মেগাপিক্সেল সেন্সর। সাথে আছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আর সামনে 16 মেডিকেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যা সেলফি তোলার জন্য আদর্শ। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট 13 5G মডেলে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সারাদিন চলবে। এই ফোনের বাক্সে 33W ফাস্ট চার্জার রয়েছে।

এর অন্যান্য ফিচারের মধ্যে উপস্থিত IP54 রেটিং, 3.5mm হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Show Full Article
Next Story