পিছনে 108MP ও 200MP ক্যামেরা, বাজারে ঝড় তুলতে আসছে Redmi-র দুর্ধর্ষ স্মার্টফোন

শাওমি (Xiaomi) সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের সাব-ব্র্যান্ড রেডমি আগামী ৪ জানুয়ারি ভারতে Redmi Note 13 সিরিজ লঞ্চ করতে...
Ananya Sarkar 18 Dec 2023 3:15 PM IST

শাওমি (Xiaomi) সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের সাব-ব্র্যান্ড রেডমি আগামী ৪ জানুয়ারি ভারতে Redmi Note 13 সিরিজ লঞ্চ করতে চলেছে৷ ইতিমধ্যেই চীনে মুক্তি পাওয়া এই লাইনআপে তিনটি স্মার্টফোন রয়েছে এবং প্রতিটি মডেল 5G সাপোর্ট করে৷ এদিকে, বেশ কিছুদিন ধরে Note 13 সিরিজের 4G LTE ভার্সন সম্পর্কেও নানা তথ্য ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। আর এখন নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, কোম্পানি শীঘ্রই Redmi Note 13 এবং Note 13 Pro-এর 4G ভার্সন বাজারে আনবে। প্রতিবেদনটি Redmi Note 13 এবং Note 13 Pro 4G-এর স্পেসিফিকেশন এবং দাম সহ ডিজাইনও প্রকাশ করেছে।

Redmi Note 13 4G, Note 13 Pro 4G-এর ডিজাইন, দাম এবং স্পেসিফিকেশন ফাঁস

অ্যাপুয়ালস-এর একটি রিপোর্ট নিশ্চিত করে যে, চীনা ব্র্যান্ডটি তাদের নোট ১৩ সিরিজের অধীনে রেডমি নোট ১৩ এবং রেডমি নোট ১৩ প্রো ৪জি ইউরোপে লঞ্চ করবে৷ রিপোর্টে ডিজাইন ও স্পেকসও প্রকাশ করা হয়েছে। দুই ফোনই পাঞ্চ-হোল স্ক্রিন সহ সামনে থেকে একই রকম দেখতে হলেও, স্পেসিফিকেশনগুলি সামান্য আলাদা। প্রতিবেদন অনুযায়ী, উভয় ফোনেই ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ব্লু লাইটের বিরুদ্ধে সুরক্ষার জন্য টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) সার্টিফিকেশন সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে।

সুরক্ষার জন্য, নোট ১৩ ৪জি কর্নিং গরিলা গ্লাস ৩ সহ আসবে, যেখানে প্রো মডেলটি আরও স্ক্র্যাচ-প্রতিরোধী গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা পাবে। দুটি ফোনই আইপি৫৪ (IP54)-রেটিংয়ের সাথে জল ও ধুলো প্রতিরোধী বিল্ড অফার করবে। পারফরম্যান্সের ক্ষেত্রে, রেডমি নোট ১৩ ৪জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলবে, যেখানে প্রো ভার্সন মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্ট্রা চিপসেটের সাথে আসবে। ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১৩ নির্ভর মিউ ১৪ (MIUI 14) সফটওয়্যার প্রি-ইন্সটলড থাকবে।

Redmi Note 13 4G-এর রিয়ার প্যানেলে এফ/১.৬৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেখা যাবে৷ আর Pro মডেলটি ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে আসবে৷ তবে, উভয় ক্যামেরাই শার্প ছবি এবং ভিডিওর জন্য অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। দুটি ফোনেই ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যুক্ত থাকবে। সেলফির জন্য, Redmi Note 13 4G এবং Note 13 Pro 4G- উভয় ফোনেই একটি ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে।

এছাড়া, Redmi Note 13 4G এবং Note 13 Pro মডেলগুলি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করবে। Note 13 4G ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যেখানে Pro ভ্যারিয়েন্টটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ আসবে। উল্লেখযোগ্যভাবে, Redmi Note 13 Pro 4G-এ ফাস্ট চার্জিং এবং ভাল ব্যাটারি পরিচালনার জন্য শাওমির নিজস্ব Surge G1 এবং Surge P1 চিপ ব্যবহার করা হবে।

দাম সম্পর্কে বললে, Redmi Note 13 4G দুটি ভার্সনে আসবে - ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এগুলির দাম হবে ১৯৯ ইউরো (প্রায় ১৮,০৫০ টাকা) ২৪৯ ইউরো (প্রায় ২২,৬০০ টাকা)৷ অন্যদিকে, Redmi Note 13 Pro 4G-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম হবে যথাক্রমে ৩৪৯ ইউরো (প্রায় ৩১,৬৫০ টাকা) এবং ৩৯৯ ইউরো (প্রায় ৩৬,২০০ টাকা)।

Show Full Article
Next Story