দেখলেই পছন্দ হবে, জমকালো লুকে হাজির নতুন Redmi 13 Pro 5G Olive Green
Redmi Note 13 Pro 5G চলতি বছর জানুয়ারি মাসে আত্মপ্রকাশ করেছিল। এটি এতদিন ওশান টিল, মিডনাইট ব্ল্যাক এবং কোরাল পার্পল...Redmi Note 13 Pro 5G চলতি বছর জানুয়ারি মাসে আত্মপ্রকাশ করেছিল। এটি এতদিন ওশান টিল, মিডনাইট ব্ল্যাক এবং কোরাল পার্পল কালার অপশনগুলিতে বাজারে উপলব্ধ ছিল। এখন শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি নির্বাচিত কিছু দেশের বাজারে ডিভাইসটিকে একটি নতুন শেডে লঞ্চ করেছে। এটি আগ্রহী ক্রেতাদের তাদের পছন্দের ওপর ভিত্তি করে ফোনের কালার বেছে নেওয়ার জন্য আরও অপশন প্রদান করে। উল্লেখযোগ্যভাবে, সদ্য ঘোষিত কালার অপশনটি অন্য মডেলের তুলনায় সামান্য ভিন্ন লুক অফার করে।
লঞ্চ হল Redmi Note 13 Pro 5G ফোনের একটি নতুন কালার ভ্যারিয়েন্ট
রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনটিকে একটি অলিভ গ্রিন কালার ভ্যারিয়েন্টে পেশ করা হয়েছে। এতে একটি ডুয়েল-টোন ফিনিশ রয়েছে। কারণ রিয়ার প্যানেলের অর্ধেক অংশে ডার্ক গ্রীন শেড রয়েছে, যেখানে বাকি অর্ধেকটি এর থেকে হালকা শেড রয়েছে। এই ডিজাইন স্মার্টফোনের অলিভ গ্রিন কালার অপশনটিকে অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে আলাদা করে তোলে।
একটি নতুন কালার অপশন ছাড়া, রেডমি নোট ১৩ প্রো ৫জি এর অলিভ গ্রিন ভ্যারিয়েন্টে আলাদা কিছু নেই। মূল স্পেসিফিকেশন অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই থাকবে। নোট ১৩ প্রো ৫জি অলিভ গ্রিন ভ্যারিয়েন্ট কোম্পানির অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ৩৯৯ ডলার (প্রায় ৩৩,৩৫০ টাকা) প্রারম্ভিক মূল্যে নির্বাচিত বাজারে প্রকাশ করা হয়েছে।
স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Redmi Note 13 Pro 5G ফোনে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। স্ক্রিনটি ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৮০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করে। ফোনটির পিছনের দিকে একটি বর্গাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যার মধ্যে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট উপস্থিত রয়েছে।
পারফরম্যান্সের জন্য, Redmi Note 13 Pro 5G ফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসরটি রয়েছে, যা ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 Pro 5G ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।