Redmi Note 13 Pro 5G ফোনের বিশেষ কালার ভ্যারিয়েন্ট আজ পাওয়া যাবে ৬ হাজার টাকা পর্যন্ত ছাড়ে
গত ৪ঠা জানুয়ারী ভারতে লঞ্চ হয় রেডমি নোট ১৩ প্রো ৫জি। তখন হ্যান্ডসেটটি মোট তিনটি কালার অপশনের সাথে এসেছিল, যথা - আর্কটিক...গত ৪ঠা জানুয়ারী ভারতে লঞ্চ হয় রেডমি নোট ১৩ প্রো ৫জি। তখন হ্যান্ডসেটটি মোট তিনটি কালার অপশনের সাথে এসেছিল, যথা - আর্কটিক হোয়াইট, কোরাল পার্পল, মিডনাইট ব্ল্যাক। এখন অর্থাৎ আগমনের প্রায় ৬ মাস পর সংস্থাটি তাদের এই জনপ্রিয় স্মার্টফোনের জন্য আরেকটি নতুন কালার বিকল্প চালু করলো। আজ থেকে রেডমি নোট ১৩ প্রো ৫জি 'স্কারলেট রেড' কালার ভ্যারিয়েন্টেও কেনা যাবে।
ফোনটির দাম ২৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। তবে লঞ্চ অফারের অংশ হিসাবে আপনারা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পেয়ে যাবেন। যার দরুন ডিভাইসটি ৬,০০০ টাকা পর্যন্ত কমে কেনা সম্ভব। নীচে রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের নতুন স্কারলেট রেড কালার অপশনের দাম এবং সেল অফার সম্পর্কে বিস্তারে আলোচনা করা হল…
রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের নতুন স্কারলেট রেড কালার ভ্যারিয়েন্টের দাম ও সেল অফার
ভারতের বাজারে রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের নতুন স্কারলেট রেড কালার অপশনটি মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম থাকছে ২৪,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পটি কিনতে খসাতে হবে ২৬,৯৯৯ টাকা।
এবার আসা যাক সেল অফারের প্রসঙ্গে। যেসকল ক্রেতারা আইসিআইসিআই, এইচডিএফসি, এসবিআই, এক্সিস, কোটাক মাহেন্দ্রা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তাদের ধার্য মূল্যের উপর ফ্লাট ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
আবার পুরোনো মোবাইল আপগ্রেড করে এই ফোনটি কিনলে এক্সচেঞ্জ বোনাসও মিলবে। এক্ষেত্রে বিদ্যমান শাওমি ও রেডমি ব্যবহারকারীদের অতিরিক্তভাবে আরো ৩,০০০ টাকার ছাড় অফার করা হবে।
ফলে আপনারা যদি উভয় অফারের সম্পূর্ণ লাভ ওঠাতে পারেন, তবে ফোনের ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ যথাক্রমে নূন্যতম ১৮,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে।
রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন
রেডমি নোট ১৩ প্রো ৫জি স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ১.৫কে (২৭১২x১২২০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ১৯২০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং এবং ১০০% ডিসিআই-পি৩ ওয়াইড কালার গ্যামেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর এবং অ্যাড্রেন ৭৪০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে রান করে। তদুপরি সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
রেডমি নোট ১৩ প্রো ৫জি স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৬৫ অ্যাপারচার ও ৭পি লেন্স সহ ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি৩ প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। রেডমি নোট ১৩ প্রো ৫জি -তে ৫,১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সমন্বিত, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ ১৬১.১x৭৪.২x৮ মিমি এবং ওজন ১৮৭ গ্রাম।