200MP ক্যামেরার সঙ্গে 67W চার্জিং, অনবদ্য ফিচার্স নিয়ে আসছে Redmi Note 13 Pro

শাওমি (Xiaomi) শীঘ্রই তাদের Note সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে। আসন্ন Redmi Note 13 সিরিজের ডিভাইসগুলি অক্টোবর মাসে লঞ্চ হবে বলে শোনা…

শাওমি (Xiaomi) শীঘ্রই তাদের Note সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে। আসন্ন Redmi Note 13 সিরিজের ডিভাইসগুলি অক্টোবর মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে তার আগেই হাই-এন্ড Redmi Note 13 Pro মডেলটিকে চীনের 3C (CCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা এর কিছু বৈশিষ্ট্যও প্রকাশ করেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Note সিরিজের ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল।

Redmi Note 13 Pro-কে দেখা গেল 3C-এর প্ল্যাটফর্মে

রেডমি নোট ১৩ প্রো মডেলটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে। লিস্টিং অনুযায়ী, ডিভাইসটি 2312DRA50C মডেল নম্বর বহন করে, যা এর আগে আরেক চীনা সার্টিফিকেশন সাইট, টেনা (TENAA)-তে দেখা গিয়েছিল। যদিও এই তালিকাটি স্মার্টফোন সম্পর্কিত কোনও বিশদ বিবরণ প্রকাশ করেনি, তবে এটি নিশ্চিত করেছে যে রেডমি নোট ১৩ প্রো ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অর্থাৎ, ব্র্যান্ডটি আগের প্রজন্মের তুলনায় নোট ১৩ প্রো-এর ফাস্ট চার্জিংয়ে কোনও আপগ্রেড আনবে না, কেননা পূর্বসূরি রেডমি নোট ১২ প্রো-ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। ৩সি (3C) সার্টিফিকেশন ১৩ প্রো মডেলের অন্য কোনও উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রকাশ করেনি, তবে এটি স্মার্টফোনের আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়। জানিয়ে রাখি, রেডমি নোট ১৩ সিরিজটি অক্টোবরে চীনে লঞ্চ হতে চলেছে এবং এর কিছুদিন পরেই লাইনআপটি গ্লোবাল মার্কেটে আসতে পারে।

এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, Redmi Note 13 Pro-এ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে ২,৭১২×১,২২০ পিক্সেল। এটি একাধিক স্টোরেজ কনফিগারেশনে আসবে, যার মধ্যে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ বিকল্প রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, বড় ৫,০২০ এমএএইচ ব্যাটারি Redmi Note 13 Pro-কে শক্তি জোগাবে বলে আশা করা হচ্ছে এবং ফোনটি ২০০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করতে পারে।