Redmi ব্যবহারকারীদের জন্য সুখবর, সংস্থার তিনটি ফোনে চলে এল HyperOS আপডেট

শাওমি (Xiaomi) অবশেষে ভারতে তাদের Redmi Note 13 সিরিজ HyperOS সফ্টওয়্যারে আপডেট করতে শুরু করেছে। চলতি বছরের প্রথমদিকে...
Ananya Sarkar 20 April 2024 4:21 PM IST

শাওমি (Xiaomi) অবশেষে ভারতে তাদের Redmi Note 13 সিরিজ HyperOS সফ্টওয়্যারে আপডেট করতে শুরু করেছে। চলতি বছরের প্রথমদিকে লঞ্চ করা হলেও, এই ফোনগুলিতে কোম্পানির পুরোনো MIUI প্রি-ইনস্টলড ছিল। চীনা ব্র্যান্ডটিও এই বছরের শুরু থেকেই ধীরে ধীরে তাদের সকল কম্প্যাটিবল ফোনে হাইপারওএস রোল আউট করা শুরু করেছে। তাই এখন এটি স্ট্যান্ডার্ড Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+ মডেলে উপলব্ধ হয়েছে। নতুন সফ্টওয়্যার আপডেটের পর ফোনগুলিতে কী কী পরিবর্তন এবং নতুন ফিচার যুক্ত হয়েছে, চলুন দেখে নেওয়া যাক।

Redmi Note 13 সিরিজে আসলো HyperOS আপডেট

রেডমি নোট 13 সিরিজে হাইপারওএস আপডেট উন্নত পারফরম্যান্স, একটি নতুন ইন্টুইটিভ ইন্টারফেস এবং অপারেটিং সিস্টেম জুড়ে বেশ কিছু অপ্টিমাইজেশন সহ এসেছে। হাইপারওএস এর অনেক ভিজ্যুয়াল পরিবর্তন রয়েছে। এটি ব্যবহারকারীদের কাস্টমাইজেবল ব্যাকড্রপ এবং থিম সহ একাধিক লক স্ক্রিন তৈরি করতে দেয়। আপডেটটি নতুন উইজেট এবং ক্লক স্টাইল নিয়ে এসেছে। এছাড়াও আপডেটটিতে পুরো সিস্টেম জুড়ে হালকা এবং আরও স্বাভাবিক-দর্শন অ্যাপ আইকন ও অ্যানিমেশন রয়েছে। এটি সমস্ত অপশন এবং ফিচার্সে সহজ অ্যাক্সেসের জন্য কন্ট্রোল সেন্টারে লেবেল-ফ্রি আইকনগুলিও চালু করেছে৷ ব্যবহারকারীরা তাদের নোটিফিকেশনগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আরও ভাল অপশন পাবেন।

হাইপারওএস ডিভাইসে রিসোর্সের ব্যবহার উন্নত করে। নতুন অপারেটিং সিস্টেমটি কম পাওয়ার খরচের সাথে হার্ডওয়্যার কর্মক্ষমতা সর্বাধিক করার জন্য একাধিক কম্পিউটিং ইউনিট জুড়ে কাজগুলিকে বিতরণ করে। ইউজারদের অতিরিক্ত সুরক্ষার জন্য এতে উন্নত এনক্রিপশন এবং প্রাইভেসি সিকিউরিটিও রয়েছে।

Redmi Note 13 সিরিজে HyperOS-এর নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি সংশোধন করা ফাইল ম্যানেজার অন্তর্ভুক্ত রয়েছে। লেটেস্ট আপডেটটি ডিফল্ট ফাইল ম্যানেজার অ্যাপে নতুন ক্যাটাগরাইজেশন অপশন নিয়ে এসেছে। শাওমি তাদের স্থানীয় ওয়েদার অ্যাপটিও রিফ্রেশ করেছে। এটি এখন নতুন অ্যানিমেশনের সাথে আবহাওয়া পরিস্থিতির সঠিকভাবে উপস্থাপন করে। অ্যাপটি এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI), ইউভি (UV) ইনডেক্স, আর্দ্রতা, বাতাসের দিকনির্দেশ, চাপ সহ অন্যান্য ন্যাচারাল ফ্যাক্টরগুলির মতো অতিরিক্ত মেট্রিক্সও প্রদান করে।

জানিয়ে রাখি, Redmi Note 13 সিরিজটি মিডরেঞ্জ সেগমেন্টে তার ক্যামেরার দক্ষতার জন্যও সুপরিচিত। কোম্পানি জানিয়েছে যে, HyperOS আপডেট Redmi Note 13 সিরিজের ক্যামেরা পারফরম্যান্সকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। HyperOS-এর আরেকটি গুরুত্বপুর্ণ সংযোজন হল উন্নত স্প্লিট-স্ক্রিন ফিচার। এটি ইউজারদের একই সময়ে দুটি ভিন্ন অ্যাপ ব্যবহার করতে দেয়। সাম্প্রতিক অ্যাপস হিস্ট্রি সেকশনে দীর্ঘক্ষণ প্রেস করে এই ফিচারটি অ্যাক্সেস করা যেতে পারে।

উল্লেখ্য, Redmi Note 13, Note 13 Pro এবং Note 13 Pro+ ফোনের ইউজাররা তাদের ডিভাইসের সেটিংসে গিয়ে অ্যাবাউট ডিভাইস অপশনে ক্লিক করে সফ্টওয়্যার আপডেট অপশনে ট্যাপ করে MIUI থেকে HyperOS-এ তাদের ফোনকে আপডেট করতে পারেন। তবে মনে রাখবেন যে, আপডেটটি ব্যাচে রোল আউট করা হচ্ছে, তাই আপডেটটি পেতে কিছু ব্যবহারকারীকে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। লেটেস্ট HyperOS আপডেটটি মার্চ, 2024-এর সিকিউরিটি প্যাচের সাথে এসেছে। শাওমি নিশ্চিত করেছে যে, MIUI থেকে HyperOS-এ রূপান্তর মসৃণ হবে। কোন ডেটার ক্ষতি হবে না এবং আপডেটের পরে ফোন রিসেট করারও প্রয়োজন নেই।

Show Full Article
Next Story