ভারতের বাজার কাঁপিয়ে গ্লোবাল মার্কেট চলে এল Redmi Note 13 Pro 5G সিরিজ, আছে 200MP ক্যামেরা, 120W চার্জিং
চীন ও ভারতে লঞ্চের পর, Redmi এবার তাদের Note 13 Pro 5G সিরিজের স্মার্টফোনগুলি বিশ্ববাজারে পেশ করেছে৷ গ্লোবাল মার্কেটে...চীন ও ভারতে লঞ্চের পর, Redmi এবার তাদের Note 13 Pro 5G সিরিজের স্মার্টফোনগুলি বিশ্ববাজারে পেশ করেছে৷ গ্লোবাল মার্কেটে Redmi Note 13 Pro+ 5G এবং Redmi Note 13 Pro 5G দুটি ফোনই ক্রিস্টালরেস অ্যামোলেড (CrystalRes AMOLED) ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বড় ব্যাটারি অফার করে। আসুন তাহলে Redmi Note 13 Pro 5G সিরিজের উভয় মডেলের দাম এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
Redmi Note 13 Pro 5G সিরিজের স্পেসিফিকেশন
প্রথমেই আশা যাক উচ্চতর ভ্যারিয়েন্টটির প্রসঙ্গে। রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি-তে ৬.৬৭ ইঞ্চির ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৮০০ নিট পিক ব্রাইটনেস, ২,৭১২ x ১,২২০ পিক্সেলের (1.5K) রেজোলিউশন এবং শক্ত কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা অফার করে। স্ক্রিনটি ডলবি ভিশন সাপোর্ট করে এবং এটি ইউজারদের চোখের সুরক্ষার জন্য টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland)-এর সার্টিফিকেশন প্রাপ্ত।
ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০-আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বা ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যায়। ফটোগ্রাফির জন্য, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে৷
উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, এতে রয়েছে ডুয়েল স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট। নিরাপত্তার জন্য, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক ফিচার অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 Pro+ 5G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান, যা ১২০ ওয়াট হাইপারচার্জ প্রযুক্তি সাপোর্ট করে। জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং রয়েছে।
অন্যদিকে, Redmi Note 13 Pro 5G একই বৈশিষ্ট্য সহ ৬.৬৭ ইঞ্চির ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট দ্বারা চালিত এবং ফোনটি দুটি স্টোরেজ ও র্যাম বিকল্পের সাথে এসেছে। এগুলি হল ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 Pro 5G-এ ৫,১০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট করে।
Redmi Note 13 Pro 5G-এর ক্যামেরা সেটআপ এবং অডিও ফিচারগুলি প্রো+ ভেরিয়েন্টের মতোই, যা ভাল ফটোগ্রাফি এবং অডিও এক্সপেরিয়েন্স প্রদান করে। ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল সিম (ন্যানো সিম + ন্যানো সিম বা ন্যানো সিম + ইসিম), ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ গতির ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, নিয়ার ফিল্ড কমিউনিকেশন এবং একটি আইআর (IR) ব্লাস্টার।
Redmi Note 13 Pro 5G সিরিজের মূল্য এবং লভ্যতা
গ্লোবাল মার্কেটে Redmi Note 13 Pro+ 5G মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট এবং অরোরা পার্পল কালার অপশনে উপলব্ধ, যা দুটি স্টোরেজ বিকল্প অফার করে। এর প্রারম্ভিক রিটেইল মূল্য (৮ জিবি+২৫৬ জিবি-এর জন্য) হবে ৪০০ ডলার (প্রায় ৩৩,১৩০ টাকা)। ভারতে এই ফোনটির দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে।
অন্যদিকে, Redmi Note 13 Pro 5G ফোনটি মিডনাইট ব্ল্যাক, ওশান টিল এবং অরোরা পার্পল কালার ভ্যারিয়েন্টে এসেছে, যা দুটি স্টোরেজ বিকল্প মিলবে। দাম ৩০৪ ডলার (প্রায় ২৫,২০০ টাকা) থেকে শুরু হয়। ভারতের ডিভাইসটি পাওয়া যায় ২৫,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে।