চীনের বাজার কাঁপিয়ে Redmi Note 13 Pro+ ভারতে আসছে, থাকবে দুর্ধর্ষ 200MP ক্যামেরা
শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি গত মাসে চীনে Note সিরিজের অধীনে অত্যাধুনিক Redmi Note 13 Pro+ লঞ্চ করেছে।...শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি গত মাসে চীনে Note সিরিজের অধীনে অত্যাধুনিক Redmi Note 13 Pro+ লঞ্চ করেছে। স্মার্টফোনটি আগামী মাসে বিশ্ববাজারেও আসবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি আইএমডিএ (IMDA)-এর ছাড়পত্র পাওয়ার পর Redmi Note 13 Pro+ এখন ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে হাজির হয়ে দেশের বাজারে লঞ্চের জল্পনায় নয়া মাত্র যোগ করেছে ।
Redmi Note 13 Pro+ পেল BIS সার্টিফিকেশন
রেডমি নোট ১৩ প্রো প্লাস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS)-এর ওয়েবসাইটে 23090RA98I মডেল নম্বর সহ দেখা গেছে। শেষের 'I' অক্ষরটি ফোনের ভারতীয় সংস্করণকে নির্দেশ করে। সম্প্রতি, শেষে 'G' অক্ষর সহ একই মডেল নম্বরটিকে আইএমডিএ (IMDA) সাইটেও দেখা গেছে, যা এটির গ্লোবাল ভ্যারিয়েন্ট। ডিভাইসটির চীনা মডেলেও 'C' অক্ষরের সাথে একই নম্বর রয়েছে। যথারীতি, বিআইএস লিস্টিংটি রেডমি নোট ১৩ প্রো প্লাস সম্পর্কে কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি।
জানিয়ে রাখি, রেডমি নোট ১৩ প্রো প্লাস-এর পূর্বসূরি অর্থাৎ, রেডমি নোট ১২ প্রো প্লাস গত জানুয়ারিতে ভারতে আত্মপ্রকাশ করেছিল। তাই আশা করা যায়, উত্তরসূরি ফোনটি একই সময়ে লঞ্চ হবে। প্রো প্লাস মডেলের পাশাপাশি, স্ট্যান্ডার্ড নোট ১৩ ৫জি-ও গত মাসে বিআইএস কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।
উল্লেখ্য, চীনে Note 13 Pro সিরিজের সেল শুরুর হওয়ার পর এক ঘণ্টার মধ্যেই ৪,১০,০০০ ইউনিট বিক্রি হয়েছছে। Pro+ ভ্যারিয়েন্টটি উল্লেখযোগ্য আপগ্রেড অফার করে। এতে 1.5K রেজোলিউশন, ১২০ রিফ্রেশ রেট, ১,৮০০ নিট পিক ব্রাইটনেস এবং ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। Redmi Note 13 Pro+ মডেলটি MediaTek Dimensity 7200 Ultra প্রসেসর দ্বারা চালিত, যা ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১ টিবি স্টোরেজ অফার করে।
ফটোগ্রাফির জন্য, Redmi Note 13 Pro+ ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi Note 13 Pro+ মডেলটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত। ডিভাইসটি আইপি৬৮ (IP68)-সার্টিফায়েড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস সহ এসেছে।