ভারতে Redmi Note সিরিজে এই প্রথম কার্ভড স্ক্রিন এবং ডাইমেনসিটি 7200 Ultra প্রসেসর

শাওমি ইতিমধ্যেই ভারতে তাদের বহুল প্রত্যাশিত Redmi Note 13 Pro+ স্মার্টফোনটির লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছে। কোম্পানি এদেশে...
Ananya Sarkar 19 Dec 2023 12:20 PM IST

শাওমি ইতিমধ্যেই ভারতে তাদের বহুল প্রত্যাশিত Redmi Note 13 Pro+ স্মার্টফোনটির লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছে। কোম্পানি এদেশে আগামী ৪ জানুয়ারি Redmi Note 13 সিরিজের ওপর থেকে পর্দা সরাতে চলেছে। এর লঞ্চের আগে, শাওমি বর্তমানে টিজার ইমেজের মাধ্যমে ফোনটির নানান আকষর্ণীয় স্পেসিফিকেশন নিশ্চিত করছে। আসন্ন Redmi Note 13 Pro+-এ MediaTek Dimensity 7200 Ultra চিপসেটটি থাকবে বলে জানা গেছে। এটি হবে Redmi Note সিরিজের প্রথম ডিভাইস, যা একটি কার্ভড ডিসপ্লের সাথে আসবে। Redmi Note 13 Pro+ এর ভারতীয় সংস্করণ সম্পর্কে কি কি নতুন তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Redmi Note 13 Pro+এর স্পেসিফিকেশন Xiaomi India নিশ্চিত করেছে

শাওমি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা সমন্বিত রেডমি নোট ১৩ প্রো প্লাস-এর একটি টিজার ইমেজ পোস্ট করেছে। এটি এই নতুন মিডিয়াটেক চিপসেট যুক্ত প্রথম গ্লোবাল ডিভাইস হতে চলেছে। রেডমি নোট ১২ প্রো প্লাস-এ থাকা ডাইমেনসিটি ১০৮০-এর তুলনায় এটি একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে। কোম্পানি আরও নিশ্চিত করেছে যে, রেডমি নোট ১৩ প্রো প্লাস-এর ভারতীয় ভ্যারিয়েন্টে একটি কার্ভড স্ক্রিন থাকবে। যদিও টিজারটি কোনও অতিরিক্ত বিবরণ প্রকাশ করেনি, তবে এটা ধরে নেওয়াই যায় যে কোম্পানি এই ফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্টে তার চীনা সংস্করণের তুলনায় সেরকম কোনও বড় পরিবর্তন করবে না।

জানিয়ে রাখি, Redmi Note 13 Pro+ চীনে গত সেপ্টেম্বরে ১.৫কে রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড (AMOLED) স্ক্রিন সহ লঞ্চ করা হয়েছিল। স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা অফার করে। এই মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা চালিত রেডমি ফোনটি ৮ জিবি/১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ সহ এসেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 13 Pro+-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi Note 13 Pro+ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, সম্পূর্ণ Redmi Note 13 সিরিজে ৫জি কানেক্টিভিটি থাকবে। Redmi Note 13 Pro+ ভারতে তিনটি কালার অপশনে পাওয়া যাবে, এগুলি হল ফিউশন পার্পল, ফিউশন হোয়াইট এবং ফিউশন ব্ল্যাক। অভিনব ফিনিশের জন্য ফিউশন পার্পল ভ্যারিয়েন্টটির ক্যামেরা মডিউলের কাছে তিন রঙের স্কিম রয়েছে।

ভারতে Redmi Note 13 Pro+ এর মূল্য (প্রত্যাশিত)

চীনে Redmi Note 13 Pro+-এর প্রারম্ভিক দাম ১,৯৯৯ টাকা (প্রায় ২৩,৭২৫ টাকা)। সুতরাং, আশা করা যায় ভারতে ফোনটির দাম প্রায় ২৫,০০০ টাকার কাছাকাছি থাকবে। Redmi Note 13 Pro+ অ্যামাজনের পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এবং শাওমির পার্টনার স্টোরগুলিতে অফলাইনে বিক্রি হবে।

Show Full Article
Next Story