200MP ও 64MP ক্যামেরা সহ বাজারে ঝড় তুলতে আসছে রেডমি ও পোকোর নয়া ফোন
শাওমি (Xiaomi)-এর দুই জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) এবং পোকো (Poco) দুটি নতুন স্মার্টফোন মডেল লঞ্চের প্রস্তুতি...শাওমি (Xiaomi)-এর দুই জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) এবং পোকো (Poco) দুটি নতুন স্মার্টফোন মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে৷ এগুলি Redmi Note 13 Pro 4G এবং Poco M6 Pro 4G নামে শীঘ্রই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। উভয় মডেলকেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে।
Redmi Note 13 Pro 4G এবং Poco M6 Pro 4G দেখা গেল FCC-তে
চীনা স্মার্টফোন নির্মাতার দুটি ফোনই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন বা এফসিসি সাইটে তালিকাভুক্ত হয়েছে। রেডমি নোট ১৩ প্রো ৪জি 23117RA68G মডেল নম্বর সহ এফসিসি-তে দেখা গিয়েছে। এই স্মার্টফোনটিতে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকবে।
জানিয়ে রাখি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। উল্লেখযোগ্যভাবে, 2312FPCA6G মডেল নম্বর সহ পোকো এম৬ প্রো আসলে রেডমি নোট ১৩ প্রো ৪জি-এরই রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। তবে এতে ভিন্ন ক্যামেরা স্পেসিফিকেশন থাকবে। রিয়ার প্রাইমারি সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের হবে, যার সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স মিলিত হবে। প্রধান লেন্সটি ওআইএস সাপোর্ট করবে।
এছাড়া, উভয় মডেলই অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে বলে জানা গেছে। তবে, এর বেশি তথ্য এফসিসি সার্টিফিকেশন ডেটাবেস থেকে জানা যায়নি। শাওমি সম্ভবত দুটি ফোনকেই প্রতিযোগিতামূলক দামে লঞ্চ করবে। সম্প্রতি, Redmi Note 13 Pro গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছিল এবং গত মাসে গ্লোবাল ভ্যারিয়েন্টটিকেও এফসিসি-তে দেখা গিয়েছিল।